রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করবে বিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩০ পিএম, ১৬ এপ্রিল ২০২৩
রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করবে বিসিবি

পবিত্র রমজান উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিরতণ করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (১৭ এপ্রিল) মিরপুরে খাদ্য সামগ্রী ও প্যাকেটজাত খাবার বিতরণ করবে।

রোববার (১৬ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়, পবিত্র রমজান মাসের চেতনার সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার দুপুর সাড়ে ১২টায় দরিদ্র ব্যক্তিদের মাঝে খাবার এবং মুদি জিনিসপত্র বিতরণ করবে।

জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমপি উপস্থিত থাকবেন।



শেয়ার করুন :