এশিয়া কাপ আরচারিতে বাংলাদেশের স্বর্ণ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫১ পিএম, ১৯ মার্চ ২০২৩
এশিয়া কাপ আরচারিতে বাংলাদেশের স্বর্ণ

এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট স্টেজ ওয়ান আরচারির রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে স্বর্ণ পদক জয় করেছে বাংলাদেশ। রোববার (১৯ মার্চ) চাইনিজ তাইপেতে অনুষ্ঠিত ফাইনালে মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকীর সমন্বয়ে গঠিত বাংলাদেশ দল ৫-৩ সেটে কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক জয় করে।

একই দিন অনুষ্ঠিত রিকার্ভ মহিলা এককের ব্রোঞ্জ পদক ম্যাচে বাংলাদেশের দিয়া সিদ্দিকী ৪-৬ সেটে হেরে গেছে মালয়েশিয়ার মাশায়েখ সায়াকিরার কাছে।

তবে রিকার্ভ পুরুষ এককে মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ৬-৪ সেটে কাজাখস্তানের আব্দুললিন ইলফাতকে হারিয়ে ব্রোঞ্জ পদক জয় করেছেন।

টুর্নামেন্টে বাংলাদেশের ৯ সদস্যের দল অংশ নিয়েছে। ১০ ইভেন্টের মধ্যে বাংলাদেশ অংশ নিয়েছে রিকার্ভ পুরুষ একক, রিকার্ভ মহিলা একক, রিকার্ভ পুরুষ দলগত, রিকার্ভ মিশ্র দলগত, কম্পাউন্ড পুরুষ একক, কম্পাউন্ড মহিলা একক এবং কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে।

বাংলাদেশ দল
মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল (রিকার্ভ পুরুষ), মো. সাগর ইসলাম (রিকার্ভ পুরুষ), রামকৃষ্ণ সাহা (রিকার্ভ পুরুষ), দিয়া সিদ্দিকী (রিকার্ভ মহিলা), মোহাম্মদ আশিকুজ্জামান (কম্পাউন্ড পুরুষ) ও শ্যামলী রায় (কম্পাউন্ড মহিলা)।

মো. আয়নাল হক স্বপন: টিম ম্যানেজার।

মার্টিন ফ্রেডরিক: প্রধান প্রশিক্ষক।

 



শেয়ার করুন :