বাংলাদেশ ক্রিকেটের অলরাউন্ডার এবং টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান এবার ক্যারিবীয় প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে যাবেন না এটা সবার জানা হয়ে গেছে। তবে ব্যস্ত সময়ের কথা বলে সিপিএল থেকে নিজেকে সরিয়ে নিলেও এবার শোনা গেল অন্য তথ্য। সেটা হলো চলতি বছর হজ করতে যাচ্ছেন সাকিব।
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। বিসিবি লজিস্টিক কমিটির একটি দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে প্রতিবদেনে বলা হয়, ‘গুঞ্জন নয়, খবর সত্য। সাকিব এবার হজব্রত পালনের সিদ্ধান্ত নিয়েছেন এবং সব কিছু ঠিক থাকলে এবারই হজে যাবেন বিশ্বসেরা অলরাউন্ডার।’
সাকিব সিপিএল না খেলায় তার দল বার্বাডোজ ট্রাইডেন্টস দলে নিয়েছেন অস্ট্রেলিয়ার নিষিদ্ধ ক্রিকেটার স্টিভেন স্মিথ। সাকিবের পরিবর্তে তাকে দলে নেয়া হয়েছে সেটা ট্রাইডেন্টস থেকেও নিশ্চিত করা হয়েছে।
বার্বাডোজ ট্রাইডেন্টসের কোচ রবিন সিং বলেছেন, ‘সাকিবকে না পাওয়াটা আমাদের জন্য বড় ধাক্কা। কিন্তু স্মিথ বিশ্বমানের একজন ব্যাটসম্যান। সে আমাদের ব্যাটিং লাইন-আপকে আরও শক্তিশালী করবে। আমাদের বিশ্বাস সে ট্রাইডেন্টসের সাফল্যে বড় অবদান রাখতে পারবে।’
এদিকে সাকিব সিপিএল খেলতে না গেলেও বাংলাদেশের আরেক ক্রিকেটার যাচ্ছেন। তিনি হলেন মাহমুদউল্লাহ রিয়াদ। টাইগারদের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর বরাত দিয়ে একই প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়, ‘গুঞ্জন নয়, রিয়াদ সিপিএল খেলতে যাবেন। রিয়াদ আমাদের কাছে আগস্ট ও সেপ্টেম্বর মাসেরও কিছু সময় ছুটি চেয়েছে এবং সেটা সিপিএল খেলার জন্য।’
এদিকে সাকিব হজে গেলেও বিসিবির কাছ থেকে তার আলাদাভাবে ছুটি নেয়ার প্রয়োজন হবে না। কারণ, জাতীয় দলের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হবে ১ সেপ্টেম্বর। এশিয়া কাপ ক্রিকেটের আসর বসবে আগামী ১৫ সেপ্টেম্বর। এ সময়ের মধ্যে সাকিব পবিত্র হজব্রত পালন করে দেশে ফিরতে পারবেন।