দ্রুততম তরুণ-তরুণী নাইম-আইরিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ০৪ মার্চ ২০২৩
দ্রুততম তরুণ-তরুণী নাইম-আইরিন

‘শেখ কামাল বাংলাদেশ যুব গেমস-২০২৩’ -এর ১০০ মিটার স্প্রিন্টে দ্রুততম তরুণ ও তরুণীর খেতাব জিতে নিয়েছেন খুলনা বিভাগের নাইম শেখ এবং রংপুর বিভাগের আইরিন আক্তার। শনিবার (৪ মার্চ) আর্মি স্টেডিয়ামে ১০০ মিটার স্প্রিন্টে দৌড় অনুষ্ঠিত হয়।

তরুণদের ১০০ মিটার স্প্রিন্টে খুলনার নাইম শেখ ১০.৮০ সেকেন্ডে স্বর্ণপদক জিতে নেন। ২০১৮ সালে প্রথম যুব গেমসে চট্টগ্রাম বিভাগের হাসান মিয়া এই খেতাব জিততে সময় নিয়েছিলেন ১০.৬০ সেকেন্ড। একই ইভেন্টে ১০.৯০ সেকেন্ড সময় নিয়ে খুলনা বিভাগের রবিউল ইসলাম রুপা ও ১১.১০ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন রাজশাহী বিভাগের আরিফ বিল্লাহ।

তরুণী বিভাগের ১০০ মিটার স্প্রিন্টে ১২.২০ সেকেন্ড সময় নিয়ে দ্রুততম তরুণীর খেতাব জিতেছেন রংপুর বিভাগের আইরিন আক্তার। প্রথম আসরে রাজশাহীর রূপা খাতুন দ্রুততম তরুণী হয়েছিলেন ১২.৩০ সেকেন্ড সময় নিয়ে।

এবার ১২.৫০ সেকেন্ডে রুপা জিতেছেন খুলনা বিভাগের সুলতানা জিন্নাত এবং ১২.৬০ সেকেন্ডে ব্রোঞ্জ জিতেছেন রাজশাহী বিভাগের উম্মে সুলতানা পপি।

এছাড়া তরুণদের ৮০০ মিটার দৌঁড়ে ১ মিনিট ৫৯.৭৭ সেকেন্ডে স্বর্ণ জেতেন ময়মনসিংহের আসলাম শিকদার। ২ মিনিট ০১.৮৪ সেকেন্ডে রাজশাহীর মমিুনল হোসেন মুন্না রুপা ও ২ মিনিট ০২.৩৯ সেকেন্ডে ব্রোঞ্জ জেতেন খুলনা বিভাগের নিয়ামুল শেখ।

তরুণীদের ৮০০ মিটার দৌঁড়ে ২ মিনিট ৩৩.০৭ সেকেন্ডে চট্টগ্রামের তানজিনা আক্তার তানিশা স্বর্ণ, ২ মিনিট ৩৪.৩১ সেকেন্ডে ঢাকা বিভাগের বৃষ্টি আক্তার রুপা এবং ২ মিনিট ৩৬.৮১ সেকেন্ড ব্রোঞ্জ জেতেন খুলনা বিভাগের শায়লা খানম।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

সাঁতারের মানোন্নয়নে বাংলাদেশকে সহায়তা দেবে বিশ্ব সাঁতার সংস্থা

সাঁতারের মানোন্নয়নে বাংলাদেশকে সহায়তা দেবে বিশ্ব সাঁতার সংস্থা

১৫ লাখ টাকা আর্থিক পুরস্কার পেলেন স্বর্ণজয়ী ইমরানুর

১৫ লাখ টাকা আর্থিক পুরস্কার পেলেন স্বর্ণজয়ী ইমরানুর

যুব ও ক্রীড়ার উন্নয়নে বাংলাদেশের সাথে কাজ করতে চায় সৌদি আরব

যুব ও ক্রীড়ার উন্নয়নে বাংলাদেশের সাথে কাজ করতে চায় সৌদি আরব

ক্রীড়া প্রতিমন্ত্রীর সহায়তায় ব্রাজিল যাচ্ছেন নাজমুল আখন্দ

ক্রীড়া প্রতিমন্ত্রীর সহায়তায় ব্রাজিল যাচ্ছেন নাজমুল আখন্দ