ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিদেশের মাটিতে টাইগারদের খেলা মাঠে বসে দেখার সুযোগ করে দিচ্ছে দেশের প্রথম ডিজিটাল ওয়ালেট আইপে। বাংলাদেশের এ প্রথম ডিজিটাল ওয়ালেট ‘আইপে বাংলাদেশ-উইন্ডিজ ক্রিকেট সিরিজের’ টাইটেল স্পন্সরও। এরই অংশ হিসেবে ক্যাম্পেইনের তিনজন এয়ার টিকিট বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে।
আইপে ক্রিকেট সিরিজের এয়ার টিকিট বিজয়ী তিনজন হলেন- মো. লুতফর রহমান, মোহাম্মদ এনায়েত হোসেন এবং মো. নবীউল ইসলাম।
আইপের হেড অব বিজনেস আবুল খায়ের চৌধুরী জানিয়েছেন, বিজয়ীরা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি ম্যাচ মাঠে বসে দেখার সুযোগ পাবেন। এ প্রক্রিয়ায় আরও তিনজন বিজয়ী নির্বাচিত করবে আইপে।
এর আগে আইপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাকারিয়া স্বপন স্পোর্টসমেইল২৪.কমকে বলেছিলেন, ‘বিদেশের মাটিতে বাংলাদেশের একটি ক্রিকেট খেলা স্পন্সর করতে পেরে আমরা গর্বিত। বাংলাদেশ ক্রিকেট দল এই প্রথম আমেরিকার মাটিতে খেলবে। সেটা দেখার জন্য আগ্রহ নিয়ে বসে আছি। পাশাপাশি, আইপে ব্যবহারকারীদেরকে মাঠে নিয়ে খেলা দেখার সুযোগটি আমাদের দেশের মানুষ কিভাবে নেয়, সেটা দেখার জন্যও অপেক্ষা করছি। আশা করছি, পুরো অভিজ্ঞতাটুকু চমৎকার হবে।’
এয়ার টিকিট বিজয়ী (বা থেকে) মোহাম্মদ এনায়েত হোসেন এবং মো. নবীউল ইসলাম
আইপের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন গ্রাহকরা অ্যাপ ডাউনলোড করে সাইনআপ করলেই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।প্রতিযোগিদের মধ্য থেকে বিজয়ীরা সরাসরি মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন। একই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে যাওয়ার ফ্রি এয়ার টিকেট ও ম্যাচ টিকেটও পাবেন। এছাড়াও থাকছে উইনিং ক্যাপ্টেন, ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজের সাইন করা ব্যাট ও বল।
বিজয়ীদের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের একজন খেলোয়াড়ের সঙ্গে ডিনার, ফ্যান জার্সির সঙ্গে শত ভাগ মানিব্যাক অফারও থাকছে। এ সম্পর্কে বিস্তারিত জানতে https://www.ipay.com.bd/promotions?link=ipay-cricket-series অথবা www.ipay.com.bd এই ঠিকানায় ভিজিট করতে হবে।