তীর আর ধনুক নিয়ে দিনের বেশিভাগ সময় কাটালেও পড়োশোনা নিয়ে কোন ছাড় দেননি তীরন্দাজ দিয়া সিদ্দিকী। ২০২২ সালে এইচএসসি পরীক্ষায় বেশ কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন দেশের এই নারী তীরন্দাজ। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন।
২০২২ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার পাসের হার ৮৫.৯৫ শতাংশ। আর এইচএসসি ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৮৪.৩১ শতাংশ।
নিজের এমন সংবাদ ফেসবুক স্ট্যাটাসে দিয়েও জানিয়ে দিয়েছেন দিয়া। এমন ফলের জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি। স্ট্যাটাসে দিয়া তার ফলাফলের পুরো মার্কশিটও প্রকাশ করেছেন।
যেখানে দেখা যায়, বিকেএসপির শিক্ষার্থী দিয়া সিদ্দিকী পাঁচ বিষয়ে এ প্লাস (এ+) পেয়ে উত্তীর্ণ হয়েছেন। বাকি দুই বিষয় বাংলা এবং ইংরেজিতে এ পেয়েছেন তিনি।
#DiyaSiddique got #GPA_5 in HSC exam... pic.twitter.com/FRXGFW2l4e
— Sportsmail24.com (@sportsmail24) February 8, 2023
গত তিন বছরে আর্চারিতে বিস্ময়কর উত্থান হয়েছে দিয়া সিদ্দিকীর। ২০২১ সালে খেলেছেন টোকিও অলিম্পিকে। রোমান সানার সঙ্গে জুটি গড়ে খেলেছিলেন মিশ্র দ্বৈত ইভেন্টেও। এখন আগামী বছর প্যারিস অলিম্পিকে খেলার স্বপ্ন দেখছেন দেশসেরা এই নারী আর্চার।
স্পোর্টসমেইল২৪/আরএস