ফরচুন বরিশাল, রাউন্ড রবিন লিগের দুই ম্যাচ বাকি থাকতেই শেষ চারে জায়গা করে নিয়েছে দলটি। মাঝে তিন দিনের ফাঁকা থাকায় ওমরাহ পালন করতে সৌদি আরব চলে গেছেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান।
শুক্রবার (৩ জানুয়ারি) নিজেদের দশম ম্যাচে খুলনাকে হারিয়ে আসর থেকে বিদায় নিশ্চিত করেছে বরিশাল। ফরচুন বরিশালের কাছে ৩৭ রানে পরাজিত হয়ে লিগ পর্বে নিজেদের দুই ম্যাচ বাকি থাকতেই বিদায় নিয়েছে খুলনা।
খুলনার বিপক্ষে ম্যাচ শেষে শুক্রবার রাতেই সৌদি আরবের উদ্দেশ্যে বিমান ধরেছেন সাকিব আল হাসান। ওমরা পালন শেষে দলের পরের ম্যাচে যোগ দেবেন সাকিব।
জানা গেছে, বরিশালের পরবর্তী খেলা ৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার)। অর্থাৎ, ৩ তারিখ খেলা শেষে মাঝে ৩ দিনের ফাঁকা সময়। অন্য সময় আসরের মাঝেই বিজ্ঞাপন শ্যুটিংয়ের জন্য সাকিব দল থেকে বের হলেও এবার এই ফাঁকা সময় ব্যয় করছেন পবিত্র ওমরা পালনে।
ফাঁকা সময়ে ওমরা পালন শেষে সোমবার (৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে সাকিব আল হাসানের দেশে ফিরে আসার কথা রয়েছে। ৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে খেলা রয়েছে। দল প্লে-অফ নিশ্চিত করলেও শীর্ষ স্থান দখলে এখনো পয়েন্টের বেশ খেলা রয়েছে।
চলমান বিপিএল সাকিব ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন। এখন পর্যন্ত সাকিবের ব্যাট থেকে রান এসেছে ৩৪৭। আর বল হাতে উইকেট শিকার করেছেন ৬টি। ব্যাটে-বলে দারুণ ছন্দে থাকা সাকিব ফরচুন বরিশালের নেতৃত্বও দিচ্ছেন।
স্পোর্টসমেইল২৪/আরএস