টাইসনের বিপক্ষে ধর্ষণের অভিযোগ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৪ এএম, ২৬ জানুয়ারি ২০২৩
টাইসনের বিপক্ষে ধর্ষণের অভিযোগ

বসরে গেছেন তিনি অনেক আগেই। ৫৬ বছর বয়সী বক্সার মাইক টাইসনের বিপক্ষে ৩০ বছর আগের ঘটন সামনে এনে ধর্ষণ মামলা করেছে এক নারী। বাংলাদেশী মুদ্রায় প্রায় ৪৫ কোটিরও বেশি টাকার ক্ষতিপূরণ দাবি করেছে ওই মহিলা।

আড়াই যুগ আগেে ওই ঘটনার পর থেকেই অভিযোগকারী নারী নাকি মানসিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্থ । এতোদিন ধরেই সেই যন্ত্রণা বয়ে বেড়াচ্ছিলেন তিনি। ১৯৯২ সালে অবশ্য ধর্ষণ মামলায় তিন বছর জেলেও কাটিয়েছেন টাইসন।

মহিলা যে অভিযোগটি করেছেন, তাতে ঘটনার কোনও তারিখ উল্লেখ করা নেই। তিনি শুধু জানিয়েছেন নব্বইয়ের দশকের শুরুর দিকে ওই ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে টাইসনের সেই জেল খাটার আশে পাশে সময় হবে ঘটনাটি।

এই অভিযোগকারী মহিলা তার নাম প্রকাশ করেনি। তিনি জানান, একটি নাইট ক্লাবের পার্টি শেষে টাইসন এই ঘটনা ঘটায়। অভিযোগকাী মহিলা বলেন, “আমি বার বার তাকে নিষেধ করেছিলাম। কিন্তু ও আমাকে আক্রমণ করেই যাচ্ছিল। তার পর আমাকে সে ধর্ষণ করে।”

এদিকে ওই মহিলার আইনজীবী ড্যারেন সিলবার্গ বলেন, “ আমি শুধু এই অভিযোগকারীর কথায় বিশ্বাস করেছি এমনটা নয়।ঘটনা সত্যি কিনা সেটা যাচাই করেছি। তাতে মনে হয়েছে অভিযোগের সত্যতা রয়েছে। ”

টাইসন ১৯৮৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত টানা চ্যাম্পিয়ন হয়েছিনে। তার সাবেক স্ত্রীও শারীরিক অত্যাচারের অভিযোগ করেছিলেন।

স্পোর্টসমেইল২৪/জেএম



শেয়ার করুন :


আরও পড়ুন

গলফের হল অব ফেমে জায়গা পেলেন কিংবদন্তি টাইগার উডস

গলফের হল অব ফেমে জায়গা পেলেন কিংবদন্তি টাইগার উডস

আর অপেক্ষা করতে পারছিলাম না, এখন ভালো লাগতেছে: সিদ্দিকুর রহমান

আর অপেক্ষা করতে পারছিলাম না, এখন ভালো লাগতেছে: সিদ্দিকুর রহমান