হাসপাতাল ছাড়লো থাইল্যান্ডের সেই কিশোররা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ১৮ জুলাই ২০১৮
হাসপাতাল ছাড়লো থাইল্যান্ডের সেই কিশোররা

টানা ১৭ দিন থাই গুহায় আটকা থাকার পর উদ্ধার হওয়া স্থানীয় ১২ ক্ষুদে ফুটবলার ও তাদের কোচ হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেলে এখন সবাই বাড়ি ফিরেছেন। আজ বুধবার তারা হাসপাতাল ত্যাগ করেন। খবর- বিবিসি।

গুহা থেকে উদ্ধার হওয়ার পর থেকেই তারা উত্তর থাইল্যান্ডের চিয়াং রাইয়ের একটি ক্লিনিকে ভর্তি ছিলেন। ওখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

খবরে বলা হয়েছে, এসব কিশোরদের এখন কিছু সময় বৌদ্ধ ভিক্ষু হিসেবে কাজ করতে হবে। থাই রীতি অনুযায়ী, কোন দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার পর মানুষ স্বল্প সময়ের জন্য ভিক্ষুর ভূমিকা পালন করেন।
Thai 12 Child
তিনদিনের শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান শুরু হয় গত ৮ জুলাই। প্রথম দু'দিনে মোট আটজন ও অভিযানের শেষদিন (১০ জুলাই, মঙ্গলবার) কোচসহ অন্য চার কিশোরকে গুহা থেকে বের করে আনা হয়। এ উদ্ধার অভিযানে দেশটির নৌবাহিনীর সাবেক এক ডুবুরি নিহত হন।

গত সপ্তাহে উদ্ধােরের পর থেকে কিশোররা ও তাদের কোচ চিয়াং রাই প্রদেশের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। জানা গেছে, বুধবার আরও পরের দিকে থাই কিশোররা তাদের শ্বাসরুদ্ধকর গুহায় আটকাবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো কথা বলবেন।

চিয়াং রাই প্রদেশের গভর্নর প্রাচন প্রাতসুকান বলেন, এটা হবে তাদের একমাত্র আনুষ্ঠানিক গণমাধ্যম স্বাক্ষাৎকার। এর পরে আর গণমাধ্যমের সঙ্গে তারা কথা বলবে না। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টার দিকে থাই কিশোরদের এ সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে।



শেয়ার করুন :


আরও পড়ুন

থাইল্যান্ডে গুহায় আটকে পড়া কিশোরদের পাশে ফিফা

থাইল্যান্ডে গুহায় আটকে পড়া কিশোরদের পাশে ফিফা

থাইল্যান্ডের গুহায় আটকে পড়া সবাইকে উদ্ধার

থাইল্যান্ডের গুহায় আটকে পড়া সবাইকে উদ্ধার

থাই ১২ কিশোরকে ফ্রান্সের জয় উৎসর্গ, লা লিগায় আমন্ত্রণ

থাই ১২ কিশোরকে ফ্রান্সের জয় উৎসর্গ, লা লিগায় আমন্ত্রণ

বিশ্বকাপ উদযাপনে নিহত ২, শতাধিক আটক

বিশ্বকাপ উদযাপনে নিহত ২, শতাধিক আটক