মোবাশ্বের হোসেনের মৃত্যুতে বিসিবির শোক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪১ পিএম, ০২ জানুয়ারি ২০২৩
মোবাশ্বের হোসেনের মৃত্যুতে বিসিবির শোক

সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোবাশ্বের হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিবিসি)। রোববার (১ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

সাবেক এ পরিচালকের মৃত্যুতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন শোক বার্তায় বলেন, “তিনি (মোবাশ্বের হোসেন) অনেক গুণের অধিকারী এবং আবেগের সাথে ক্রিকেট অনুসরণ করতেন। তিনি সব সময় বাংলাদেশের ক্রিকেট নিয়ে চিন্তা করতেন এবং খেলার উন্নতির জন্য তার মূল্যবান এবং পরামর্শ দিতেন।

তিনি আরও বলেন, “বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে আমি স্থপতি মোবাশ্বের হোসেনের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন বীর মুক্তিযোদ্ধা মোবাশ্বের হোসেন। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সাবেক সভাপতি ছিলেন।

এছাড়াও সম্মিলিত ক্রীড়া পরিবারের প্রতিষ্ঠাতা আহবায়ক ছিলেন। দেশের ক্রীড়াঙ্গনের বিশেষ করে বিসিবির যে কোনো অনিয়মের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন তিনি।

স্পোর্টসমেইল২৪/আরএস


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএলে ডিআরএস নয়, ব্যবহার হবে এডিআরএস

বিপিএলে ডিআরএস নয়, ব্যবহার হবে এডিআরএস

লিটন কুমিল্লায়, দল পাননি মমিনুল-আশরাফুল

লিটন কুমিল্লায়, দল পাননি মমিনুল-আশরাফুল

কাজী সালাউদ্দিনের পুরস্কার প্রত্যাখ্যানে জবাব দিলো বিএসপিএ

কাজী সালাউদ্দিনের পুরস্কার প্রত্যাখ্যানে জবাব দিলো বিএসপিএ

আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি

আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি