১৫ দিনের জেল হয়েছে ওই মেয়ের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১৯ পিএম, ১৭ জুলাই ২০১৮
১৫ দিনের জেল হয়েছে ওই মেয়ের

বিশ্বকাপ ফাইনাল চলাকালীন সময়ে মাঠে ঢুকে পড়ায় অনুপ্রবেশকারী রাশিয়ান ওই মেয়েকে ১৫ দিনের জেল দিয়েছে মস্কোর একটি আদালত। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ফ্রান্স ও ক্রোয়েশিয়া ফাইনাল ম্যাচ চলাকালীন পুলিশের পোশাকে মাঠে ঢুকে পড়েন তিনিসহ পুসি রায়টস গ্রুপের ৪ সদস্য।

সোমবার মস্কোর আদালত অভিযুক্তদের দোষী ঘোষণা করে। খেলা চলাকালীন সাধারণ দর্শকদের স্বভাববিরুদ্ধ কাজ করেছে বলে ওই সংগঠনের বিরুদ্ধে অভিযোগ করা হয়। ১৫ দিনের কারাদণ্ডসহ স্টেডিয়ামে বসে ওই গ্রুপের সদস্যদের খেলা দেখার উপর তিন বছরের নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
Mbappe
২০১২ সালে মস্কোর সবচেয়ে বড় গির্জায় বিক্ষোভ প্রদর্শন করে গ্রেফতার হন ওই সংগঠনের সদস্যরা। তাদের মধ্যে তিন জনের জেলও হয়েছিল। এবার বিশ্বকাপের ফাইনাল মাচে কঠোর নিরাপত্তা বেস্টনির মধ্যেও মাঠে ঢুকে পড়ে ওই সংগঠনের চার সদস্য।

মাঠে ঢুকেই ফ্রান্স তারকা এমবাপে সঙ্গে হাত মেলান তিনি। এমবাপেও তার সাথে হাত মেলান। তবে মাঠে ঢুকার সঙ্গে সঙ্গে নিরাপত্তা কর্মীরা তাদেরকে সরিয়ে নিয়ে যায়। ওই ঘটনায় কোন অপ্রতিকর অবস্থার মধ্যে পড়তে হয়নি বিশ্বকাপের অন্য আয়োজনে।



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রোয়েশিয়ার স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন ফ্রান্স

ক্রোয়েশিয়ার স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন ফ্রান্স

বিশ্বকাপের সেরা উদীয়মান খোলোয়াড় এমবাপে

বিশ্বকাপের সেরা উদীয়মান খোলোয়াড় এমবাপে

বিশ্বকাপে গোল্ডেন বল, বুট ও গ্লাভস জিতলেন যারা

বিশ্বকাপে গোল্ডেন বল, বুট ও গ্লাভস জিতলেন যারা

রাশিয়া বিশ্বকাপের টপ ও ফ্লপ

রাশিয়া বিশ্বকাপের টপ ও ফ্লপ