ফুটবলের রাজা ও বিশ্ব ফুটবলের কিংবদন্তি ব্রাজিলের পেলের মৃত্যুতে শোক জানানো নিয়ে স্যোশাল মিডিয়ায় নানা পোস্ট করা হচ্ছে। এ তালিকায় পিছিয়ে নেই ক্রিকেট তারকারাও। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন বিশ্বের নামি-দামী ক্রিকেটাররা। তাদের মাঝেও রয়েছেন বাংলাদেশি ক্রিকেটারা।
নিজের ভেরিফাইড ফেসবুক পেজ পোস্টে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল লিখেছেন, ‘তিনি তার প্রতিভা দিয়ে প্রজন্মকে মোহিত করেছেন। ফুটবল খেলাকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে সাহায্য করেছিলেন। ফুটবল এবং পেলে চিরকাল সমার্থক শব্দ হয়েই থাকবে। শান্তিতে থাকুন কিংবদন্তি।’
সাকিব আল হাসান ছাড়াও বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, ‘আমরা তোমাকে মিস করবো কিংবদন্তি।’
বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘বিদায় কিংবদন্তি। আপনি চিরকাল এবং সর্বদা আমাদের মনে থাকবেন।’
এছাড়াসামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটার শচীন টেন্ডুলকারও পেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
তিনি লিখেন, ‘শুধু ফুটবলের নয়, পুরো বিশ্বের জন্য একটি বড় ক্ষতি। খেলাধুলার মধ্যেই আপনি বেঁচে থাকবেন চিরদিন। শান্তিতে থাকুন পেলে।’
ক্যানসারের সাথে যুদ্ধ করে ৮২ বছর বয়সে বৃহস্পতিবার রাতে সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে মারা যান পেলে।
স্পোর্টসমেইল২৪/আরএস