আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হয়েছেন ক্রিকেটার মাশরাফি বিন মতুজা। সোমবার আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, সভাপতিমন্ডলীর দু’টি পদ, সম্পাদক ও উপ-সম্পাদকের একটি করে পদ, কেন্দ্রীয় সংসদের ২৮টি সদস্য পদ পূর্ণাঙ্গ করার দায়িত্ব সভাপতিমন্ডলীর বৈঠকে দলীয় সভাপতি শেখ হাসিনাকে দেওয়া হয়েছে।
এদিকে, বাংলাদেশ আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি বিন মর্তুজাসহ কার্যনির্বাহী সংসদের সকলকে অভিনন্দন জানিয়ে আনন্দ-মিছিল করেছে নড়াইল জেলা আওয়ামী লীগ।
মঙ্গলবার জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয় চত্বর থেকে আনন্দ-মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রূপগঞ্জ মুচিরপোলে গিয়ে শেষ হয়। মিছিলে দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মিছিল শেষে জেলা আওয়ামী লীগের সভাপতি ও নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু।
এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাশরাফি বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লিগের মনোনয়নে বর্তমান সরকারের একজন সংসদ সদস্যও।
স্পোর্টসমেইল২৪/আরএস