স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ ক্যারম ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত তিন দিনব্যাপী ‘বিজয় দিবস ক্যারম টুর্নামেন্ট-২০০২’ এ চ্যাম্পিয়ন হয়েছেন পুরুষ বিভাগে হাফিজুর রহমান এবং মেয়েদের বিভাগে আফসানা নাসরিন।
রোববার (২৫ ডিসেম্বর) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামের ক্যারম ফেডারেশনের হল রুমে খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) ও সাবেক জাতীয় চ্যাম্পিয়ন এহতেশামুল হক এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন।
পুরুষ বিভাগের ফাইনালে হাফিজুর রহমান ২-০ সেটে মোহাম্মদ আলী রবিনকে হারিয়ে সেরা হন। তৃতীয় হন সাবেক চ্যাম্পিয়ন হেমায়েত মোল্লা। মেয়েদের বিভাগে আফসানা নাসরিন ২-০ সেটে শামসুন নাহার মাকসুদাকে হারিয়ে শিরোপা জেতেন। তৃতয়ী ফারজানা বানু।
জাতীয় দলের খেলোয়াড়সহ ৬৫ জন (পুরুষ ৫০ ও মহিলা ১৫) খেলোয়াড়ের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এবারের বিজয় দিবস ক্যারম টুর্নামেন্ট।
রোববারের অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে ফেডারেশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
স্পোর্টসমেইল২৪/আরএস