মেট্রোপলিটন ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের আয়োজনে ‘লিগ মেট্রোপলিটন (লিগ এম)’ ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসর সম্পন্ন হয়েছে। সোমবার আসরের ফাইনালে সিএসই (৫৫-৬৬তম ব্যাচ) ফেরোসিয়াস দলকে টাইব্রেকারে ৩-৪ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সিএসই (৪৭তম ব্যাচ) শুটার দল। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের মাঠে অনুষ্ঠিত হয় এ ফাইনাল ম্যাচ।
লিগ এমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১০টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় মনোনীত হন রিয়াদ চৌধুরী, সেরা গোলকিপার মাহদি আহমেদ।
ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক। এমইউ স্পোর্টস ক্লাবের সভাপতি মহিউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরী।
এছাড়া রেজিস্ট্রার ও স্পোর্টস ক্লাবের উপদেষ্টা তারেক ইসলাম, স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক ড. তাহের বিল্লাল খলিফা, ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক চৌধুরী মোকাম্মেল ওয়াহিদ, প্রক্টর ও অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ জামাল উদ্দিন, সিএসই বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাহফুজুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।