বাংলাদেশ কিকবক্সিং এসোসিয়েশনের ব্যবস্থাপনায় শুরু হচ্ছে ‘বঙ্গবন্ধু ১৩তম জাতীয় কিকবক্সিং চ্যাম্পিয়নশীপ-২০২২’। দুই দিনব্যাপী (২৮ ও ২৯ অক্টোবর) এ চ্যাম্পিয়নশীপটি অনুষ্ঠিত হবে মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় শতাধিক ছেলে-মেয়ে এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
জানা গেছে, মোট ৩০টি ইভেন্টে ৩০টি গোল্ড, ৬০টি ব্রোঞ্জ এবং ৬০টি সিলভার পুরষ্কার রয়েছে। মোট ১২০টি পদকের লড়াইয়ের জন্য অংশ নেওয়া প্রতিযোগীরা মিরপুরের ক্রীড়া পল্লীতে অবস্থান করবেন। যেখানে প্রতিযোগীদের থাকার ব্যবস্থা ছাড়াও যাতায়াতের ব্যবস্থা করেছে কিকবক্সিং এসোসিয়েশন।
আসরের প্রস্তুতি প্রসঙ্গে ফেডারেশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, এবারই প্রথম কিকবক্সিংয়ে কে-১ প্রফেশনাল লড়াইয়ে অংশ নেবে দেশে মেয়েরা। যা আগে কখনও হয়নি বা মেয়েরা এ প্রফেশনার লড়াইয়ে অংশ নেয়নি।
প্রতিযোগিতার সমাপনী হবে ২৯ অক্টোবর (শনিবার)। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কাজী জেবুন্নেছা বেগম, জাতীয় কমিশনার, বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রফেসর সাবিনা ফেরদৌস, ডেপুটি জাতীয় কমিশনার (প্রশাসন) বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন এবং মনোয়ারা বেগম, সংরক্ষিত কাউন্সিলর (ওয়ার্ড নং-৪, ৫ ও ৬ নাসিক)।
স্পোর্টসমেইল২৪/আরএস