থাইল্যান্ডের গুহায় আটকে পড়া ১২ কিশোর ফুটবল দলকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে উদ্ধারকারী দল। এদিন রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপের সেমি ফাইনালে বেলজিয়ামকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। বিশ্বকাপের এ জয়কে গুহা থেকে জীবিত ফিরে আসা ১২ ফুটবলারকে উৎস্বর্গ করেছেন ফরাসি তারকা ফুটবলার পল পগবা।
গুহায় আটকে পড়া কিশোর ফুটবল দলের শেষ ৫ সদস্যকে মঙ্গলবার জীবিত উদ্ধারের মাধ্যমে শেষ হয় বিশ্বব্যাপী সাড়া জাগানো এ উদ্ধার অভিযান। দলটি ১৮দিন আটকে ছিল থাইল্যান্ডের পাহাড়ী অঞ্চলের একটি সরু গুহার মধ্যে।
একই রাতে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্স ১-০ গোলে বেলজিয়ামকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। জয়ের পর ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার পগবা টুইট বার্তায় এ উৎসর্গের কথা জানান।
টুইট বার্তায় তিনি লিখেন, ‘আজকের এই জয়টিকে গুহা ফেরত কিশোর হিরোদের উৎস্বর্গ করলাম। ছেলেরা দারুণ দেখিয়েছ। তোমরা খুবই শক্তিশালী।’
স্পেনের আমন্ত্রণ
এদিকে গুহায় ১৮ দিন আটক থাকার পর জীবিত উদ্ধার ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচকে ‘হিরো’ উপাধি দিয়ে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে স্পেনের লা লিগা ফুটবল লিগ কর্তৃপক্ষ। স্প্যানিশ ফুটবলের সভাপতি জাভিয়ার তেবাস বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বলা হয়েছে, ‘যখন ছেলেরা সবাই সুস্থ হয়ে উঠবে এবং সুযোগ পাবে তখন লা লিগার ম্যাচ দেখার জন্য আমি সবাইকে ব্যক্তিগতভাবে আতিথেয়তা দিতে প্রস্তুত। আমরা তাদের মধ্যে ফুটবলের উচ্ছ্বাস ছড়িয়ে দিতে চাই। আশা করি কয়েক সপ্তাহ পর আমরা তাদেরকে আতিথেয়তা দিতে পারব।’
তিনি আরও বলেন, ‘আমরা এইসব ফুটবল হিরোকে দেখতে চাই। আটকে পড়া কিশোরদের একজনের গাড়ে ছিল রিয়াল মাদ্রিদের জার্সি।’