থাইল্যান্ডের গুহায় আটকে পড়া সবাইকে উদ্ধার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪০ পিএম, ১০ জুলাই ২০১৮
থাইল্যান্ডের গুহায় আটকে পড়া সবাইকে উদ্ধার

টানা তিনদিন শ্বাসরুদ্ধকর অভিযান শেষে উদ্ধার হলো থাইল্যান্ডের গুহায় আটকে পড়া ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচ। মঙ্গলবার বিকেলে ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছে থাই নেভি।

গুহায় আটকে পড়ার ১৮ দিন পর তাদের সবাইকে গুহা থেকে উদ্ধার করা হলো। শ্বাস রুদ্ধকর উদ্ধার অভিযানের তৃতীয় দিনে আটকে পড়া সবাইকে উদ্ধার করেছে ডুবুরি দল।

পোস্টে বলা হয়, ‘১২ ফুটবলারের সবাই ও তাদের কোচকে গুহা থেকে উদ্ধার করা হয়েছে। এরা সবাই নিরাপদে আছে।’ আটকে পড়াদের সঙ্গে যুক্ত হওয়া একজন চিকিৎসকসহ নেভি সিলের চার ডাইভারও তাদের সঙ্গে গুহা থেকে বেরিয়ে এসেছেন বলে পোস্টে উল্লেখ করা হয়েছে।

তবে জীর্ণ-কণ্টকাকীর্ণ পাথুরে গুহার পথ পাড়ি দিয়ে কিশোরদের উদ্ধারে নিয়োজিত উদ্ধারকারীদের জন্য এয়ার ট্যাঙ্ক সরবরাহ করতে গিয়ে গত ৬ জুলাই মারা যান থাই নৌ-বাহিনীর সাবেক কর্মকর্তা সামান গুনান। তার সঙ্গে থাকা সিলিন্ডারের অক্সিজেন ফুরিয়ে যাওয়ায় জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

এদিকে গুহায় আটকে পড়া ১২ কিশোর ফুটবলার ও কোচকে উদ্ধারের খবরে স্বস্থির নিশ্বাস ফেরলো পুরো বিশ্ব। কারণ, এ অভিযানটি নিয়ে পুরো বিশ্ব শঙ্কায় ছিল। বিশ্ব গণমাধ্যমও এ অভিযানের খবর গুরুত্বসহকারে প্রকাশ করেছে।

উদ্ধার হওয়া ১২ কিশোর ফুটবলার ও কোচকে রাশিয়া ফুটবলের ফাইনাল ম্যাচ গ্যালারিতে বসে দেখার অফার দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।



শেয়ার করুন :


আরও পড়ুন

থাইল্যান্ডে গুহায় আটকে পড়া কিশোরদের পাশে ফিফা

থাইল্যান্ডে গুহায় আটকে পড়া কিশোরদের পাশে ফিফা

ফিফার ফেসবুকে বাংলাদেশের আলোচনা

ফিফার ফেসবুকে বাংলাদেশের আলোচনা

রাশিয়ার প্রেমে পড়েছে গোটা বিশ্ব

রাশিয়ার প্রেমে পড়েছে গোটা বিশ্ব

রক্ষা পাচ্ছেন না রোনালদোর বান্ধবী জর্জিনাও

রক্ষা পাচ্ছেন না রোনালদোর বান্ধবী জর্জিনাও