রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোকাচ্ছান্ন হয়ে পড়েছে ইংল্যান্ড। রানীর মৃত্যুতে ১০ দিনের শোক পালন করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। যার প্রভাব পড়েছে ইংল্যান্ডের ক্রীড়াক্ষেত্রেও। রানীর শোকে স্থগিত করা হচ্ছে সব ধরনের খেলাধুলার আসর।
ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচটি প্রথম দিনে বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। এরপর রানী মারা যাওয়ায় দ্বিতীয় দিন খেলা শুরু হওয়ার আগেই ম্যাচ স্থগিত ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।
শুধু এই টেস্ট নয়, ঘরোয়া ক্রিকেটও স্থগিত করা হয়েছে। যার অংশ হিসেবে সূচিতে থাকা রেইচেল হেইহো ফ্লিন্ট ট্রফির ম্যাচও মাঠে গড়াবে না। এছাড়া শনিবার (১০ সেপ্টেম্বর) থেকে সূচিতে থাকা বাকি খেলাগুলো মাঠে গড়াবে কি না তা পরে জানিয়ে দেওয়া হবে।
এদিকে ইংল্যান্ডের ঘরোয়া ফুটবল লিগ ইংলিশ প্রিমিয়ার লিগেরও(ইপিএল) এই সপ্তাহের সূচী স্থগিত করা হয়েছে। এমনকি আগামী সপ্তাহের খেলাগুলোও মাঠে নাও গড়াতে পারে।
নিষিদ্ধ হলেন নেপাল অধিনায়ক লামিছানে
ইতিমধ্যে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার (৯ সেপ্টেম্বর) ইংলিশ চ্যাম্পিয়নশিপের বার্নলি আর নরউইচ সিটির ম্যাচ স্থগিত করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে লিগ টু’র ম্যাচগুলোও।
আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার জন্য সরকারের বিবৃতির জন্যই অপেক্ষা করছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। যুক্তরাজ্য সরকার আনুষ্ঠানিক শোক বার্তা দিলেই সেই নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নিবে তারা।
Following the death of Her Majesty Queen Elizabeth II, Friday's play between England and South Africa Men at The Oval, along with all scheduled matches in the Rachael Heyhoe Flint Trophy, will not take place.
— England and Wales Cricket Board (@ECB_cricket) September 8, 2022
For fixtures beyond Friday, updates will be provided in due course. pic.twitter.com/hcQ6CBJ3Wx
শুধু ক্রিকেট, ফুটবল নয় ইংলিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী খুব দ্রুতই ইংল্যান্ডের সব ধরনের খেলাধুলা স্থগিত ঘোষণা করা হবে। রাষ্ট্রীয় শোক পালনের সময়ে এটা কার্যকর হবে।
এর আগে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) স্কটল্যান্ডের স্থানীয় সময় বিকালে বালমোরাল ক্যাসলে ৯৬ বছর বয়সে মারা যান রানী দ্বিতীয় এলিজাবেথ। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।
The Premier League is deeply saddened to hear of the passing of Her Majesty The Queen, Elizabeth II. Our thoughts and condolences are with The Royal Family and everyone around the world mourning the loss of Her Majesty. pic.twitter.com/UlaLXEOdke
— Premier League (@premierleague) September 8, 2022
১৯৫২ সালে ব্রিটিশ সিংহাসনে রানি দ্বিতীয় এলিজাবেথের অভিষেক হয়। টানা ৭০ বছর সিংহাসনে আসীন ছিলেন তিনি। চলতি বছর ইংল্যান্ডে সিংহাসনে আরোহণের ৭০ বছর উদযাপন করা হয়েছ।
স্পোর্টসমেইল২৪/এসকেডি