আল আমিনের শাস্তির দাবিতে বিসিবির গেটে স্ত্রী ইসরাতের মানববন্ধন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৩ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২২
আল আমিনের শাস্তির দাবিতে বিসিবির গেটে স্ত্রী ইসরাতের মানববন্ধন

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আল-আমিনের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনে মানববন্ধন করেছেন স্ত্রী ইসরাত জাহান মিশু। রোববার (৪ সেপ্টেম্বর) মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের দুই নম্বর গেটের সামনে দুই সন্তান, পরিবারে সদস্য ও অন্যান্য আত্মীয়-স্বজনদের নিয়ে তিনি এ মানববন্ধন করেন। 

এর আগে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) মিরপুর মডেল থানায় শারীরিক নির্যাতন ও বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগে মামলা করেন আল-আমিনের স্ত্রী। মামলায় যৌতুক দাবি করার বিষয়টিও উল্লেখ করেছেন ইসরাত। 

মামলা করার পর আল আমিন বাসা থেকে পালিয়ে গিয়েছিলেন বলে জানিয়েছে প্রতিবেশীরা। পুলিশও তাকে গ্রেপ্তারে অভিযান চালালেও পাওয়া যায়নি বলে জানা গেছে।  

sportsmail24

এ অবস্থায় বিসিবির গেটে সামনে আল আমিনকে গ্রেফতার এবং শাস্তির দাবিতে দুই ঘণ্টা সময় নিয়ে মানববন্দন করেন নুমরাত। তবে গেট খোলা না থাকায় ক্ষোভ প্রকাশ করেন নুসরাতের স্বজনরা। তারা অভিযোগ করেন, ‘বিসিবি আল-আমিনকে বাঁচাতে চাইছে’। 

sportsmail24

নুসরাতের স্বজন বলেন, “যারা স্ত্রী নিপিড়ন করে তাদের জায়গা কোথায় হওয়া উচিত সেটা সবাই জানে। আমরা তো চেয়েছি সহজ একটা বিচার, সেটাই যদি বিসবি না করে তাহলে আমরা কোথায় যাবো! আমরা প্রায় দুই ঘণ্টা বসে আছি, বিসিবি দরজা খুলছে না। এটার কারণ কী? বিসিবি তার (আল-আমিন) পক্ষ নিচ্ছে কি-না আপনাদের মাধ্যমে (মিডিয়া) আমরা জানতে চাই।”

স্পোর্টসমেইল২৪/এসকেডি/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

মারধর করে বের করে দেওয়ায় থানায় এসেছি: আল আমিনের স্ত্রী

মারধর করে বের করে দেওয়ায় থানায় এসেছি: আল আমিনের স্ত্রী

ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে থানায় স্ত্রীর অভিযোগ

ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে থানায় স্ত্রীর অভিযোগ

বোলিং ব্যর্থতায় হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিলো বাংলাদেশ

বোলিং ব্যর্থতায় হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিলো বাংলাদেশ

আন্তজার্তিক টি-টোয়েন্টি থেকে মুশফিকের অবসর

আন্তজার্তিক টি-টোয়েন্টি থেকে মুশফিকের অবসর