ইংলিশ ক্লাব লিভারপুলের মিশরিয়ান ফুটবলার মোহাম্মদ সালাহর বিভিন্ন জণকল্যানমূলক কাজে আর্থিক দান করার জন্য সুনাম রয়েছে। এই যেমন এবার নিজ দেশ মিশরে খ্রীষ্টান ধর্মানুসারীদের প্রার্থনালয় গির্জা পুনঃনির্মান করতে বাংলাদেশী টাকায় প্রায় দেড় কোটি টাকা দান করেছেন তিনি।
রোববার (১৪ আগস্ট) মিশরে রাজধানী কায়রোর কাছের শহরের একটি গির্জায় মর্মান্তিক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। যেখানে ১৮ শিশুসহ মোট ৪১ জন মানুষ নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও ৫৫ জন।
মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি ইতিমধ্যে দেশটির সেনাবাহিনীকে গির্জাটি পুনঃনির্মাণ করার দায়িত্ব দিয়েছেন। সেখানেই সালাহ আর্থিক সাহায্য করেছেন।
স্থানীয় সংবাদমাধ্যম অনটাইম স্পোর্টসের বরাত দিয়ে জানা যায়, গির্জাটি পুনঃনির্মাণ করতে ৩০ লাখ মিশরিয়ান ডলার ( বাংলাদেশী টাকায় প্রায় দেড় কোটি টাকা) দান করেছেন মিশরের ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার।
চুক্তি নবায়ন, লিভারপুলের ইতিহাসে সবচেয়ে বেশি বেতনভোগী সালাহ
সালাহর এরকম দানের ঘটনা অবশ্য এই প্রথম নয়। সানডের টাইমের সাম্প্রতিক এক জরিপ অনুযায়ী চলতি বছরে যুক্তরাজ্যে জনকল্যাণমূলক কাজে খরচ করেন, এমন লোকদের তালিকায় আট নম্বরে রয়েছেন সালাহ। সালাহর দান করার অর্থের পরিমাণ এখন পর্যন্ত প্রায় আড়াই মিলিয়ন পাউন্ড।
ইংলিশ ক্লাব লিভারপুলের অন্যতম এই প্রাণভোমরা কয়েকদিন আগেই ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করেছনে। চলতি মৌসুমের প্রিমিয়ার লিগে যদিও এখন পর্যন্ত নিজের পারফর্ম করতে পারেননি। তবে খুব দ্রুতই নিজের চেনা ছন্দে ফিরে আসবেন এমনটাই আশা করছেন অলরেড সমর্থকরা।
স্পোর্টসমেইল২৪/এসকেডি