তুরষ্কের কনিয়া শহরে চলমান ইসলামিক সলিডারিটি গেমসের পঞ্চম আসরের রিকার্ভ এককে হেরে গেছে বাংলাদেশ। রিকার্ভের ছেলেদের এককের কোয়ার্টার ফাইনালে রোমান সানা ও হাকিম আহমেদ এবং মেয়েদের কোয়ার্টার ফাইনালে হেরে গেছেন দিয়া সিদ্দিকী। ফলে কোয়াটার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে।
রিকার্ভ মহিলা এককে ইলিমিনেশন রাউন্ডের কোয়ার্টার ফাইনালে দিয়া সিদ্দিকী ৩-৭ সেটে তুরস্কের আনাগোজ ইয়াসেমিন ইসেমের কাছে পরাজিত হয়েছেন। আর পুরুষ এককে ইলিমিনেশন রাউন্ডে কোয়ার্টার ফাইনালে রোমান সানা ০-৬ সেটে হেরে যান উজবেকিস্তানের উনগালভ ওজোদবেকের কাছে।
এর আগে বাই পেয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠা রোমান সকালে প্রথমে ৬-৪ সেট পয়েন্টে আইভরিকোস্টের আইনি ফ্রাঙ্ককে হারিয়ে দেন। এরপর প্রি-কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তানের সাদিকভ আমিরখনকে হারান দেশসেরা এ আরচার। তবে কোয়ার্টার ফাইনালে নিজের ছন্দটা আর ধরে রাখতে পারেননি রোমান সানা।
এছাড়া কোয়ার্টার ফাইনাল থেকে হেরে গেছেন বাংলাদেশ দলের অপর দুই আরচার মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও সাগর ইসলাম। রুবেল তুরস্কের এ কে সামেটের কাছে ০-৬ সেটে পরাজিত হয়েছেন এবং সাগর ১-৭ সেটে হেরে যান স্বাগতিক আরচার গাজোজ মেটের কাছে।
স্পোর্টসমেইল২৪/আরএস