আরব আমিরাতের গোল্ডেন ভিসা পেলেন তামিম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৩ পিএম, ১৬ আগস্ট ২০২২
আরব আমিরাতের গোল্ডেন ভিসা পেলেন তামিম

আরব আমিরাত সরকারের গোল্ডেন ভিসা পেয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন এই ওপেনার। এর আগে বাংলাদেশের সাবেক ব্যাটার মোহাম্মদ আশরাফুল দেশটির গোল্ডেন ভিসা পেয়েছিলেন।

জিম্বাবুয়ে সফর শেষে বাংলাদেশ দলের সাথে দেশে ফেরেননি তামিম ইকবাল। ব্যক্তিগত কাজে হারারে থেকে সংযুক্ত আরব আমিরাতে যান ওয়ানডে অধিনায়ক। সেখানেই এক শিল্পপতির মাধ্যমে গোল্ডেন ভিসা বুঝে পান।

ভিডিও বার্তায় তামিম ইকবাল বলেন, “আমি সম্প্রতি গোল্ডেন ভিসা পেয়েছি। খুবই অল্প সময়ে যথাযথ উপায়ে এই (গোল্ডেন ভিসার) প্রক্রিয়া সম্পন্ন করতে পেরেছি।”

সংযুক্ত আরব আমিরাত সরকার বিভিন্ন দেশের সামাজিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গোল্ডেন ভিসা দেয়। ১০ বছর মেয়াদী এই ভিসার মাধ্যমে কোনো ঝামেলা ছাড়াই দেশটিতে যেতে পারবেন তিনি।

তামিম ছাড়াও কিছুদিন আগে আরব আমিরাতের ১০ বছর মেয়াদী এই গোল্ডেন ভিসা পেয়েছেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

ওপেনিং ভাবনায় সাকিব-মুশফিক!

ওপেনিং ভাবনায় সাকিব-মুশফিক!

সাকিবকে অধিনায়কত্ব দেওয়ার ‘রহস্য’ জানালেন সুজন

সাকিবকে অধিনায়কত্ব দেওয়ার ‘রহস্য’ জানালেন সুজন

‘দলে পাওয়ার হিটার নাই, এটা একটা এক্সকিউজ’

‘দলে পাওয়ার হিটার নাই, এটা একটা এক্সকিউজ’

মাঠে পরিস্থিতি বিবেচনায় ব্যাটারদেরকেই সিদ্ধান্ত নিতে হবে: সুজন

মাঠে পরিস্থিতি বিবেচনায় ব্যাটারদেরকেই সিদ্ধান্ত নিতে হবে: সুজন