শ্রীলঙ্কার পর কমনওয়েলথ গেমস থেকে পালালেন দুই পাকিস্তানি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ১১ আগস্ট ২০২২
শ্রীলঙ্কার পর কমনওয়েলথ গেমস থেকে পালালেন দুই পাকিস্তানি

দিন কয়েক আগেই কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে বার্মিংহাম থেকে নিখোঁজ হয়েছিলেন শ্রীলঙ্কার ১০ অ্যাথলেট ও কর্মকর্তা। এবার সেই তালিকায় নাম লিখিয়েছেন পাকিস্তানের দুই বক্সার। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান বক্সিং ফেডারেশন (পিবিএফ)।

আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে গিয়ে অ্যাথলেটদের পালানোর ঘটনা পাকিস্তানের জন্য নতুন কিছু নয়। এর আগে হ্যাঙ্গেরিতে ফিনা সাতার চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়ে পালিয়েছিলেন দেশটির জাতীয় সাতারু ফাইজান আকবর।

অর্থনৈতিক সংকটাপূর্ণ শ্রীলঙ্কার অ্যাথলেটদের নিখোঁজ হওয়ার পর তাদেরকে এখনো খুঁজে পায়নি কর্তৃপক্ষ। এর মধ্যেই পাকিস্তানি দুই অ্যাথলেটের পালানোর ঘটনা ঘটলো।

পালিয়ে যাওয়া দুই অ্যাথলেটের পরিচয় প্রকাশ করেছেন পাকিস্তান কর্তৃপক্ষ। তারা হলেন- সুলেমান বালুচ ও নাজিরুল্লাহ। পিবিএফ জানিয়েছে, দল ইসলামাবাদের উদ্দেশে রওয়ানা হওয়ার কয়েক ঘণ্টা আগ থেকে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ বক্সারদের পাসপোর্টসহ ভ্রমণের সব নথি রয়েছে পিবিএফের কাছে। তাদের লাপাত্তা হওয়ার বিষয়টি যুক্তরাজ্য ও লন্ডনের পাকিস্তান হাইকমিশনে জানিয়েছে পিবিএফ। এছাড়াও নিখোঁজ বক্সারদের বিষয়টি তদন্তে চার সদস্যের তদন্ত কমিটিও গঠন করেছে পাকিস্তান।

কমনওয়েলথ গেমসের বক্সিং ইভেন্টে কোনো পদক জিততে পারেনি পাকিস্তান। বার্মিংহামে ভারোত্তোলন ও জ্যাভেলিন থ্রোতে দুইটি স্বর্ণপদকসহ মোট আটটি পদক জিতেছে দেশটি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে ১০ শ্রীলঙ্কান উধাও

কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে ১০ শ্রীলঙ্কান উধাও

ফাইনালে উঠেও পদক বঞ্চিত বাংলাদেশের ইমরানুর

ফাইনালে উঠেও পদক বঞ্চিত বাংলাদেশের ইমরানুর

কমনওয়েলথ গেমস: টেবিল টেনিসে সোনম-সাদিয়ার জয়

কমনওয়েলথ গেমস: টেবিল টেনিসে সোনম-সাদিয়ার জয়

‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন নকীব উদ্দিন

‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন নকীব উদ্দিন