জার্মানির খেলায় রক্তচাপ বেড়েছিল শাহরুখের, কমিয়েছে ক্রুস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৮ পিএম, ২৬ জুন ২০১৮
জার্মানির খেলায় রক্তচাপ বেড়েছিল শাহরুখের, কমিয়েছে ক্রুস

মেক্সিকোর কাছে হারের পর সুইডেনের সাথেও ম্যাচ ড্র করতে যাচ্ছিল বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি। নির্ধারিত ৯০ মিনিট ১-১ গোলে ড্র থাকার পর ইনজুরি সময়ের পঞ্চম মিনিটে মিডফিল্ডার টনি ক্রুসের চোখ জুড়ানো ফ্রি-কিকে গোলের স্বাদ নেয় জার্মানি। ফলে ২-১ গোলে স্বস্তির জয় নিয়ে শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখে জার্মানরা।

এদিকে ক্রুসের ওই গোলের পরই রক্তচাপ রক্তচাপ স্বাভাবিক হয়েছিল ভারতের বলিউডের সুপারস্টার অভিনেতা শাহরুখ খানের। সুইডেনের বিপক্ষে জার্মানির ওই ম্যাচটি দেখার সময় রক্তচাপ বেড়ে যায় বলিউড বাদশার। কারণ ফুটবলে জার্মানি তার প্রিয় দল। প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে ১-০ গোলে জার্মানির হার হতাশ হয়েছিলেন শাহরুখ খান।

সুইডেনের বিপক্ষেও ড্র করতে চলেছিল জার্মানি। ম্যাচ দেখার সময় উত্তেজিত হয়ে পড়েন শাহরুখ। এমন সময় তার রক্তচাপ বেড়ে যায়। এতে অসুস্থ অনুভব করতে থাকেন তিনি। এমন সময় ম্যাচের শেষ দিকে দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল জার্মানদের হাফ ছেড়ে বাঁচার মত জয় এনে দেন ক্রুস।

ম্যাচ চলাকালীন রক্তচাপ বেড়ে যাওয়ার পর ক্রুসই সেটি স্বাভাবিক করেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শাহরুখ জানান, ‘জার্মানির ভাগ্যকে শেষ মুহূর্তে ফিরিয়ে আনলো ক্রুস। আমার রক্তচাপ যেভাবে তারা বাড়িয়ে দিয়েছিল, তা থামিয়ে দিল ক্রুস। তাকে অনেক ধন্যবাদ।’

এদিকে বুধবার কাজানে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে জার্মানি। তাই আবারও রক্তচাপ বাড়তে পারে শাহরুখের! কারণ, দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচে শুধু জিতলেই চলবে না জার্মানদের, মেক্সিকোর কাছে সুইডেনের হার বা ড্র’র প্রার্থনা করতে হবে।

২ খেলায় ৩ করে সমান পয়েন্ট জার্মানি ও সুইডেনের। ২ খেলায় ৬ পয়েন্ট নিয়ে আগেই শেষ ষোলো নিশ্চিত করেছে মেক্সিকো। আর ২ খেলায় ২টিতেই হেরে টুর্নামেন্ট থেকে নিজেদের বিদায় নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া।



শেয়ার করুন :


আরও পড়ুন

নেইমার যতবার মাটিতে পড়বে ততবার বিয়ার ফ্রি

নেইমার যতবার মাটিতে পড়বে ততবার বিয়ার ফ্রি

বান্ধবী বলেছে আমি খুব আবেদনময়ী : রোনালদো

বান্ধবী বলেছে আমি খুব আবেদনময়ী : রোনালদো

বিশ্বকাপ না জিতে অবসর নেব না : মেসি

বিশ্বকাপ না জিতে অবসর নেব না : মেসি

দু’বার পিছিয়ে পড়েও মরক্কোর সাথে স্পেনের ড্র

দু’বার পিছিয়ে পড়েও মরক্কোর সাথে স্পেনের ড্র