২০২২ সালে ৭টি ক্যাটাগরিতে ৯ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও ২টি প্রতিষ্ঠানকে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার দেওয়া হয়েছে। যেখানে ক্রীড়াবিদ ক্যাটাগরিতে লিটন কুমার দাস এবং উদীয়মান ক্রীড়াবিদে মোহাম্মদ শরীফুল ইসলাম পুরস্কার পেয়েছেন। দু’জনই জাতীয় দলের হয়ে খেলতে জিম্বাবুয়ে অবস্থান করছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এসব পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে গণভবন থেকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধান অতিথি শেখ হাসিনার অনুমতিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বিজয়ীদের প্রত্যেককে এক লাখ টাকা, একটি ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করা হয়।
জাতীয় দলের হয়ে খেলতে জিম্বাবুয়ে সফরে থাকায় লিটন দাস এবং শরিফুল ইসলাম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। অনুষ্ঠানে লিটনের পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা। এছাড়া পেসার শরীফুলের পক্ষে তার ভাই আশরাফুল ইসলাম এ পুরস্কার গ্রহণ করেন।
আরও পড়ুন> স্ট্রেচারে মাঠ ছাড়লেন লিটন
ক্রীড়াবিদ ক্যাটাগরিতে লিঠন দাস ছাড়াও শ্যুটার আব্দুল্লাহ হেল বাকি ও ভারোত্তোলক মোল্লা সাবিরা সুলতানা পুরস্কার পেয়েছেন। এছাড়া উদীয়মান ক্রীড়াবিদ ক্যাটাগরিতে শরিফুল ছাড়াও আর্চার দিয়া সিদ্দিকী পুরস্কার পেয়েছেন।
শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার ২০২২
ক্রীড়াবিদ : লিটন কুমার দাস (ক্রিকেট), আব্দুল্লাহ হেল বাকি (শ্যুটিং) ও মোল্লা সাবিরা সুলতানা (ভারোত্তোলন)
উদীয়মান ক্রীড়াবিদ : দিয়া সিদ্দিকী (আর্চারী), মোহাম্মদ শরীফুল ইসলাম (ক্রিকেট)।
ক্রীড়া সংগঠক : মো. সাইদুর রহমান প্যাটেল ও নাজমা শামীম
ক্রীড়া এসোসিয়েশন/ফেডারেশন/ক্রীড়া সংস্থা : বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন
ক্রীড়া পৃষ্ঠপোষক : গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
ক্রীড়া সাংবাদিক : কাশীনাথ বসাক।
স্পোর্টসমেইল২৪/আরএস