কমনওয়েলথ গেমস: আশা পূরণে ব্যর্থ মাবিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০২ পিএম, ০১ আগস্ট ২০২২
কমনওয়েলথ গেমস: আশা পূরণে ব্যর্থ মাবিয়া

মাবিয়া আক্তার সীমান্ত (ডান থেকে দ্বিতীয়), ছবি: মাবিয়ার ফেসবুক অ্যাকাউন্ট

কমনওয়েলথ গেমসে দেশবাসী তথা ক্রীড়ামোদীদের আশা পূরণে ব্যর্থ হয়েছেন দেশ সেরা ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। শুধু আশা পূরণে ব্যর্থ নয়, স্ন্যাচেও নিজের সেরা ওজন উঠাতেও ব্যর্থ হয়েছেন এ নারী ভারোত্তোলক।

সোমবার (১ আগস্ট) বার্মিংহামের ন্যাশনাল এক্সিভিশন সেন্টারের এক নম্বর হলে স্ন্যাচে ৭৮ কেজি তোলেন মাবিয়া। ৬৪ কেজি ওজন শ্রেণিতে তার সেরা ছিল ৮০ কেজি।

ক্লিন এন্ড জার্কে নিজের সেরাটা ধরে রেখেছেন এসএ গেমসে জোড়া স্বর্ণ জয়ী এ ভারোত্তোলক। ক্লিন এন্ড জার্কে ১০৩ কেজি উঠিয়েছেন তিনি। সব মিলিয়ে ১৮১ কেজি ওজন তুলে আসরের ১২ ভারোত্তোলকের মধ্যে ৮ম হয়েছেন মাবিয়া। আসরে ২৩১ কেজি তুলে গেমসের রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন কানাডার মৌড শ্যারন।

মাবিয়া আক্তার সীমান্ত সর্বশেষ জাতীয় চ্যাম্পিয়নশিপে স্ন্যাচ ও ক্লিন এন্ড জার্ক মিলিয়ে ১৮৩ কেজি তুলেছিলেন। এছাড়া দেশের প্রথম নারী ভারোত্তোলক হিসাবে দক্ষিণ এশিয়ান গেমসে টানা দুই আসরে স্বর্ণ জয়ের কীর্তি গড়েছেন দেশ সেরা এ ভারোত্তোলক।

২০১৬ সালে ভারতের শিলং-গুয়াহাটিতে ৬৩ কেজি ওজন শ্রেণিতে সব মিলিয়ে ১৪৯ কেজি তুলে সেরা হয়েছিলেন তিনি। আর ২০১৯ সালে নেপালের কাঠমাণ্ডু-পোখারার আসরে ৭৬ কেজি ওজন শ্রেণিতে ১৮৫ কেজি তুলে সেরা নির্বাচিত হয়েছিলেন মাবিয়া।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

আবারও স্বর্ণ উপহার দিলেন মাবিয়া

আবারও স্বর্ণ উপহার দিলেন মাবিয়া

কমনওয়েলথ ইয়ুথ মিনিস্টার্স টাস্কফোর্সের সদস্য হলেন জাহিদ আহসান

কমনওয়েলথ ইয়ুথ মিনিস্টার্স টাস্কফোর্সের সদস্য হলেন জাহিদ আহসান

আন্তর্জাতিক মানের কোচ ও প্রশিক্ষণ চান অ্যাথলেটরা

আন্তর্জাতিক মানের কোচ ও প্রশিক্ষণ চান অ্যাথলেটরা

কমনওয়েলথ গেমসে ১৩ আফ্রিকান অ্যাথলেট লাপাত্তা

কমনওয়েলথ গেমসে ১৩ আফ্রিকান অ্যাথলেট লাপাত্তা