আফগানিস্তানের ক্রিকেট মাঠে বিস্ফোরণ, আহত চার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩২ পিএম, ২৯ জুলাই ২০২২
আফগানিস্তানের ক্রিকেট মাঠে বিস্ফোরণ, আহত চার

আফগানিস্তানে ঘরোয়া লিগের ম্যাচ চলাকালীন কাবুল আন্তর্জাতিক ক্রিকেটে বিস্ফোরণ হয়েছে। সেই বিস্ফোরণে কোনো ক্রিকেটার কিংবা কর্মকর্তা আহত হয়নি। তবে আহত হয়েছেন খেলা দেখতে আসা ৪ সমর্থক।

শুক্রবার (২৯ জুলাই) কাবুল আন্তর্জাতিক স্টেডিয়ামে শাপুজা টি-টোয়েন্ট ক্রিকেট টুর্নামেন্টে মুখোমুখি হয়েছিল বান্দ ই আমির ড্রাগনস ও পামির জালমি। সেই ম্যাচ চলাকালীন হঠাৎই বিস্ফোরণের শব্দে কেঁপে উঠে স্টেডিয়াম।

আফগান সাংবাদিক আব্দুলাহ হক ওমরি জানিয়েছেন, বিস্ফোরণটি হয়েছে স্টেডিয়ামের ভিতরে। এই বিস্ফোরণে ঠিক কতজন আহত হয়েছে তা এখনো জানা না গেলেও চারজন হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

বিস্ফোরণের পর আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, কোনো ক্রিকেটার কিংবা এসিবি কর্মকর্তা এই ঘটনায় আহত হননি। তারা সবাই নিরাপদেই আছেন। এছাড়াও চারজন আহত হওয়ার বিষয়টিও তারাই জানিয়েছে।

এসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিব খান বলেন, “বিস্ফোরণটি ঘটেছে সমর্থকদের মাঝে। তাই হতাহতে ঘটনা সেখানেই ঘটেছে।”

ঘটনার পর পরই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, বিস্ফোরণের পর দর্শকরা নিরাপদ আশ্রয়ের খোঁজে দিক-বিদিক ছোটাছুটি করছে। এখনো ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি আফগান পুলিশ। এমনকি মাঠে বিস্ফোরক নিয়ে দর্শক কিভাবে মাঠ ঢুকেছে সেই বিষয়ে এখনো মুখ খোলেনি এসিবি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

আফগানিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ হলেন জোনাথন ট্রট

আফগানিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ হলেন জোনাথন ট্রট

প্রেশার বাড়ায় কমনওয়েলথ গেমস থেকে বাদ বাংলাদেশি বক্সার সুর কৃষ্ণ

প্রেশার বাড়ায় কমনওয়েলথ গেমস থেকে বাদ বাংলাদেশি বক্সার সুর কৃষ্ণ

প্যারিস অলিম্পিকে অ্যাথলেটিকস ইভেন্টের সময়সূচি চূড়ান্ত

প্যারিস অলিম্পিকে অ্যাথলেটিকস ইভেন্টের সময়সূচি চূড়ান্ত

সাকিবের নতুন লুকের রহস্য উন্মোচন

সাকিবের নতুন লুকের রহস্য উন্মোচন