প্রেশার বাড়ায় কমনওয়েলথ গেমস থেকে বাদ বাংলাদেশি বক্সার সুর কৃষ্ণ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ২৯ জুলাই ২০২২
প্রেশার বাড়ায় কমনওয়েলথ গেমস থেকে বাদ বাংলাদেশি বক্সার সুর কৃষ্ণ

কমনওয়েলথ গেমসে বক্সিং রিংয়ে নামার আগে রুটিন চেকআপের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশি বক্সার সুর কৃষ্ণ। সেখানে উচ্চ রক্তচাপ ধরা পড়ায় আর রিংয়ে নামা হচ্ছে না এই বক্সারের। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশিন (বিওএ)।

শুক্রবার (২৯ জুলাই) বক্সিং রিংয়ে নামার কথা ছিল সুর কৃষ্ণের। বার্মিংহামে লাইট ওয়েল্টার ওয়েটের ৬০-৬৩.৫ কেজি শ্রেণিতে তার মাঠে নামার কথা ছিল। তবে শেষ পর্যন্ত আর সেই সুযোগ মিলছে না তার। চলতি বছরের মে মাসে বাংলাদেশে হওয়া প্রথম পেশাদার বক্সিং টুর্নামেন্টে লাইট ওয়েট শ্রেণিতে স্বর্ণ পদক জিতেছিলেন এই বক্সার।

সুর কৃষ্ণের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিওএ। দলের সাথে চিকিৎসক ডা. শফিকুর রহমান বলেন, “আসলে এটা ওর দুর্ভাগ্য। ইভেন্টের দিন সকালে রুটিন মেডিকেল চেক-আপে ওর উচ্চ রক্তচাপ ধরা পড়ে। এরপর ১৫-২০ মিনিট বিশ্রাম দিয়ে ফের পরীক্ষা করলেও প্রেসার বেশি আসে বলে ওকে খেলতে অনুমতি দেয়নি কর্তৃপক্ষ। পরে ওকে পলি ক্লিনিকে নিয়ে আসলে সেখানকার চিকিৎসকরাও পরীক্ষা করে খানিকটা বেশি পান।”

তবে পরে তার প্রেশার কমে আসলেও তাকে মাঠে নামার অনুমতি দেয়নি কর্তৃপক্ষ। কারণ নির্ধারিত সময়ের মধ্যে আসেনি প্রেশার।

এই বিষয়ে ডা. শফিকুরের ভাষ্য, “এর এক ঘন্টা পর থেকেই ওর প্রেসার কমতে শুরু করে এবং স্বাভাবিক অবস্থায় ফিরে যায়। তবে গেমসের নিয়ম অনুযায়ী, একটি নির্দিষ্ট সময়ের আগে মেডিকেল টেস্টে উত্তীর্ণ হতে হয়। সেটা তিনি করতে পারেননি।”

বাংলাদেশি সমর্থকদের পাশাপাশি সুর কৃষ্ণ নিজেও হতাশ হয়েছেন। প্রেশার নিয়ন্ত্রণে আসার পরও মাঠে নামতে না পারায় রয়েছে আক্ষেপও।

তিনি বলেন, “ঘুম থেকে উঠে নাস্তা করে মেডিকেল টেস্ট যখন দেই, তখন কোনো সমস্যা হয়নি আমার। অথচ প্রেসার মেপে ডাক্তাররা বেশি পায়। দ্বিতীয়বারের পরীক্ষায়ও বেশি আসলে আমাকে খেলার অনুমতি দেয়নি। অথচ কিছুক্ষণ পরেই আমার প্রেসার স্বাভাবিক হয়ে যায়। এখন ভাঙা মন নিয়ে আমার ইভেন্টের খেলা দেখছি। এটা দুর্ভাগ্য না তো কী?”

তিনি আরও বলেন, “কোনো নার্ভাসনেস কাজ করেনি আমার মধ্যে। গতরাতে ভালো ঘুম না হওয়ার কারণেই হয়তো এমনটা হয়েছে।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

কমনওয়েলথ গেমস থেকে ছিটকে গেলেন ভারতের ‘সোনার ছেলে’ নীরাজ চোপড়া

কমনওয়েলথ গেমস থেকে ছিটকে গেলেন ভারতের ‘সোনার ছেলে’ নীরাজ চোপড়া

কমনওয়েলথ গেমসের ভিলেজে যেতে পারবে না বিসমাহ কন্যা ফাতিমা

কমনওয়েলথ গেমসের ভিলেজে যেতে পারবে না বিসমাহ কন্যা ফাতিমা

সাকিবের নতুন লুকের রহস্য উন্মোচন

সাকিবের নতুন লুকের রহস্য উন্মোচন

‘মাঠ তো আর দশটা খেলোয়াড় চালায় না, সিদ্ধান্তটা অধিনায়কেরই’

‘মাঠ তো আর দশটা খেলোয়াড় চালায় না, সিদ্ধান্তটা অধিনায়কেরই’