কমনওয়েলথ গেমস থেকে ছিটকে গেলেন ভারতের ‘সোনার ছেলে’ নীরাজ চোপড়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৬ পিএম, ২৬ জুলাই ২০২২
কমনওয়েলথ গেমস থেকে ছিটকে গেলেন ভারতের ‘সোনার ছেলে’ নীরাজ চোপড়া

যুক্তরাষ্ট্রে বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে গ্রোইন ইনজুরিতে পড়েছেন জ্যাভেলিনের অলিম্পিক চ্যাম্পিয়ন নীরাজ চোপড়া। ইনজুরির কারণে ভারতের হয়ে বার্মিংহাম কমনওয়েলথ গেমসে খেলা হচ্ছে না তার। বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ)।

বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে নীরাজ চোপড়া পায়ের ইনজুরিতে পড়েছিলেন। ইনজুরির কারণে স্বর্ণপদক জিততে না পারলেও রৌপ্য পদক নিজের করে নিয়েছেন এই তারকা।

ফাইনালের পরপরই তার এমআরই স্ক্যান করানো হয়। সেখানেই জানা যায় গ্রোইন ইনজুরিতে ভুগছেন তিনি। এই ইনজুরির কারণে মাসখানিক সময় মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসক।

এরপরেই তার কমনওয়েলথ গেমস থেকে ছিটকে যাওয়া নিশ্চিত হয়। বৃহস্পতিবার (২৮ জুলাই) থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট শেষ হবে চলতি বছরের ৮ আগস্ট।

আরও পড়ুন- ইতিহাস রচনা করলেন ১৫ বছরের অনিশ

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই টুর্নামেন্ট থেকে নীরাজের ছিটকে যাওয়া ভারতের জন্য দুঃসংবাদই বটে। টুর্নামেন্টের জ্যাভেলিন নিক্ষেপ ইভেন্টের বর্তমান চ্যাম্পিয়নও তিনি। 

২০২০ টোকিও অলিম্পিকে প্রথম ভারতীয় হিসেবে অ্যাথলেটিকস ইভেন্টে স্বর্ণপদক জিতেছিলেন নীরাজ চোপড়া। অ্যাথলেটিকসে বড় তারকা হিসেবে বিবেচিত হন এই ভারতীয়।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

নিজের গড়া বিশ্বরেকর্ড আবারও ভাঙলেন ম্যাকলাফলিন

নিজের গড়া বিশ্বরেকর্ড আবারও ভাঙলেন ম্যাকলাফলিন

চারটি স্বর্ণজয়ী রাশিয়ান অ্যাথলেট এখন ইউক্রেন সমর্থক

চারটি স্বর্ণজয়ী রাশিয়ান অ্যাথলেট এখন ইউক্রেন সমর্থক

কমনওয়েলথ গেমসের উদ্বোধনীতে থাকবেন না রাণী এলিজাবেথ

কমনওয়েলথ গেমসের উদ্বোধনীতে থাকবেন না রাণী এলিজাবেথ

কমনওয়েলথ গেমসের ভিলেজে যেতে পারবে না বিসমাহ কন্যা ফাতিমা

কমনওয়েলথ গেমসের ভিলেজে যেতে পারবে না বিসমাহ কন্যা ফাতিমা