ওয়েস্ট সফর শেষে ছুটিতে রয়েছেন বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। সিনিয়র ক্রিকেটারের রেখে জিম্বাবুয়ে সফরে তরুণ নির্ভর দলেও নেই তিনি। দলের খেলা থেকে ছুটিতে থাকলেও ব্যক্তিগত কাজে ব্যস্ত সময় পার করছেন সাকিব। স্যোশাল মিডিয়ার ভাইরাল হওয়া সাকিবের বেশ কিছু ছবি সেই কাজেরই অংশ।
শার্ট পড়া সাকিবের মাথায় কোঁকড়া চুল আর গোফ ওয়ালা ছবি বেশ কয়েকটি ছবি স্যোশাল মিডিয়ায় ভাইরাল রয়েছে। সাকিব নিজে পোস্ট করা ছাড়াও একি পোশাকের আরও কয়েকটি ছবি স্যোশাল মিডিয়ার দেখা গেছে।
ছবি পোস্ট করার পাশাপাশি অবশ্য সাকিব নিজেই ছবির লোকেশন জানিয়ে দিয়েছেন। লোকেশন ট্যাগে সাকিব জানান, ছবিটি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ভেতরে তোলা। যদিও স্যোশাল মিডিয়ায় আরও কয়েকটি ছবিতে সাকিব আল হাসানকে লোকাল বাসেও দেখা গেছে।
মাথায় ছাই রঙের কোঁকড়ানো চুল, নাকের নীচে গোফ, গলায় রুপার চেইন ঝোলানো সাকিবের সেইসব রহস্যময় ছবির আসল তথ্য জানা গেছে। নির্মাতা আডনান আল রাজিব তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এসব ছবির রহস্য উন্মোচন করেছেন।
জানা গেছে, বেসরকারি মোবাইল অপারেটর গ্রামীণ ফোনের জন্য তৈরি করা একটি বিজ্ঞাপন চিত্রের জন্যই সাকিবের এ নতুন রূপ। গ্রামীণ ফোনের জন্য বিজ্ঞাপন নির্মাতা কোম্পানি গ্রে ঢাকা এটি তৈরি করছে। আর বিজ্ঞাপনটি নির্মাণের দায়িত্বে রয়েছেন নির্মাতা আডনান আল রাজিব।
ক্রিকেট খেলার পাশাপাশি সাকিব আল হাসান বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া নিজের নামে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে দেশসেরা এ টাইগার অলরাউন্ডারের।
স্পোর্টসমেইল২৪/আরএস