৩ কোটি টাকায় আধুনিকায়ন হচ্ছে উডেন ফ্লোর জিমনেসিয়াম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৪ পিএম, ২৪ জুলাই ২০২২
৩ কোটি টাকায় আধুনিকায়ন হচ্ছে উডেন ফ্লোর জিমনেসিয়াম

রাজধানীর শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের উদ্যোগে ৩৭তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ-২০২২ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। একই সাথে ৩ কোটি ৬ লক্ষ টাকা ব্যয়ে ‘শহীদ তাজউদ্দীন আহমেদ উডেন ফ্লোর জিমনেসিয়াম’র আধুনিকায়ন কাজের উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

রোববার (২৪ জুলাই) এ সময় বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ড. আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ক্রীড়ার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় আজ ৩ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে ‘শহীদ তাজউদ্দীন আহমেদ উডেন ফ্লোর জিমনেসিয়াম’র আধুনিকায়ন কাজের উদ্বোধন করা হলো।”

তিনি আরও বলেন, “এছাড়াও আমরা চলতি অর্থবছরে ব্যাডমিন্টন ও টেবিল টেনিস খেলোয়াড়দের আবাসন সঙ্কট সমাধানে একটি পূর্ণাঙ্গ ও আধুনিক ডরমিটরি ভবন নির্মাণ করা হবে, যেখানে তারা প্র্যাকটিসেরও সুযোগ পাবেন।”

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলালিংক ও যমুনা ব্যাংকের কাছে ৫ কোটি ৮০ লাখ টাকার ক্ষতিপূরণ দাবি সাকিবের

বাংলালিংক ও যমুনা ব্যাংকের কাছে ৫ কোটি ৮০ লাখ টাকার ক্ষতিপূরণ দাবি সাকিবের

৩ কোটি ৬২ লাখ টাকা অনুদান পেল ৮৯০ যুব সংগঠন

৩ কোটি ৬২ লাখ টাকা অনুদান পেল ৮৯০ যুব সংগঠন

কমনওয়েলথ ইয়ুথ মিনিস্টার্স টাস্কফোর্সের সদস্য হলেন জাহিদ আহসান

কমনওয়েলথ ইয়ুথ মিনিস্টার্স টাস্কফোর্সের সদস্য হলেন জাহিদ আহসান

বিসিবি সভাপতির দৃষ্টিতে টেস্টে ‘উন্নতি’ করছে বাংলাদেশ

বিসিবি সভাপতির দৃষ্টিতে টেস্টে ‘উন্নতি’ করছে বাংলাদেশ