মাসখানিকের কম সময় আগে নিজের ইউএস চ্যাম্পিয়নশিপে নিজের গড়া রেকর্ড ভেঙে স্বর্ণ পদক জিতেছিলেন সিডনি ম্যাকলাফলিন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে এসে আবারও ভেঙে ফেললেন নিজের রেকর্ড। এবার ৫০.৬৮ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জিতেছেন এই হার্ডলস তারকা।
চলতি বছরের জুনে ৫১.৪১ সেকেন্ড সময় নিয়ে ৪০০ মিটারে স্বর্ণ পদক জেতেন ম্যাকলাফলিন। সেবারও অবশ্য নিজের রেকর্ড ভেঙেছিলেন তিনি। টোকিও অলিম্পিকে রেকর্ড ৫১.৪৬ সেকেন্ড সময় নিয়েছিলেন ম্যাকলাফলিন।
মজার বিষয় হলো ২২ বছর বয়সী এই মার্কিন তারকা টোকিওতেও ভেঙেছিলেন নিজের রেকর্ড। ২০২১ সালে দোহায় বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৫১.২৬ সেকেন্ড সময় নিয়েছিলেন তিনি।
পদক জয়ের পাশাপাশি রেকর্ড ভাঙা যেন ম্যাকলাফলিনের জন্য নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত ক্যারিয়ারে চারবার ৪০০ মিটার হার্ডলসে নতুন করে রেকর্ড গড়েছেন এই তারকা।
২০২২ বিশ্ব চ্যাম্পিয়নশিপে রেকর্ড ভেঙে ম্যাকলাফলিন বলেন, “অসাধারণ একটি টাইমিং করেছি। খেলা খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। আমি সময়ের সাথে সাথে এগিয়ে যাচ্ছি।”
৪০০ মিটার হার্ডলসে সর্বশেষ ১৩ মাসে দ্রুততম সময়ে শেষ হওয়া ছয়টি দৌড়ের পাঁচটিই দিয়েছেন ম্যাকলাফলিন। হয়তো সামনে আবারও নতুন করে গড়বেন এই রেকর্ড।
সর্বশেষ রেকর্ড ভেঙে পুরো কৃতিত্ব পরিবারকে দিয়েছেন ম্যাকলাফলিন। তিনি বলেন, “পরিবার আমাকে দারুণভাবে সহায়তা করছে। তবে কখনই আমি তাদেরকে একসাথে পাইনি। কোভিডের সময়ে তাদের সমর্থনেই নিজের উন্নতি করতে পেরেছি।”
স্পোর্টসমেইল২৪/পিপিআর