পদাধিকার বলে কমনওয়েলথের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন বৃটিশ রাণী দ্বিতীয় এলিজাবেথ। কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি থাকবেন এটাই স্বাভাবিক বিষয়। কিন্তু আসন্ন কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে না রাণী দ্বিতীয় এলিজাবেথ। তার না থাকার বিষয়টি নিশ্চিত করেছে ব্যাকিংহাম প্যালেস।
বৃহস্পতিবার (২৮ জুলাই) বার্মিংহামের অ্যালেজান্ডার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে রাণী দ্বিতীয় এলিজাবেথের পরিবর্তে উপস্থিত থাকবেন তার ছেলে প্রিন্স চার্লস। রাণী নিজে উপস্থিত না থাকলেও তার পরিবারের সদস্যরা এখানে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছে ব্যাকিংহাম প্যালেস।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন অনুষ্ঠানেই অনুপস্থিত থাকছেন রাণী দ্বিতীয় এলিজাবেথ। চলতি বছরের শুরুতে বৃটিশ পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনেও ছিলেন না তিনি। সেখানে রাণীর পক্ষ থেকে বক্তব্য পেশ করেন প্রিন্স চার্লস ও তার ছেলে প্রিন্স উইলিয়াম।
ক্রীড়াজগতের দ্বিতীয় বৃহত্তম আসর এই কমনওয়েলথ গেমস। এই টুর্নামেন্টের এবারের আসরে অংশ নিবে ৭২ দেশের প্রায় ৫ হাজার অ্যাথলেট।
ক্রীড়াজগতে অনুষ্ঠানগুলোতে রাণীর অনুপস্থিতি নতুন কিছু নয়। ২০১২ লন্ডন অলিম্পিকের পর আর কোনো ক্রীড়া অনুষ্ঠানেই দেখা মেলেনি রাণী এলিজাবেথের। এরই অংশ হিসেবে এবারও থাকছেন না রাণী এলিজাবেথ।
চলতি বছরের ২৮ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে বার্মিংহাম কমনওয়েলথ গেমস। এই টুর্নামেন্ট চলাকালীন অ্যাথলেট, আয়োজক ও সাপোর্ট স্টাফদের সাথে নিয়মিতই দেখা সাক্ষাৎ করবেন রাজ পরিবারের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছে ব্যাকিংহ্যাম প্যালেস।
স্পোর্টসমেইল২৪/পিপিআর