জাতীয় ক্রিকেট দলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৯ এএম, ১৪ জুলাই ২০২২
জাতীয় ক্রিকেট দলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন ম্যাচ সিরিজে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ওয়ানডে দল।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদেরও শুভেচ্ছা জানিয়েছেন। একই সাথে বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন শেখ হাসিনা।

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ৬ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটে দাপটের সাথে জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। দুই ম্যাচেই টস জিতে প্রথমে ফিল্ডিং করা বাংলাদেশের বোলারদের সামনে ব্যাট হাতে দাঁড়াতেই পারেনি ক্যারিবীয় ব্যাটাররা।

প্রথম ম্যাচে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান (৪২ ওভারের খেলা ছিল) সংগ্রহ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৩১.৫ ওভারে ৬ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ। প্রথম ম্যাচের ন্যায় দ্বিতীয় ম্যাচেও বল হাতে দাপট দেখিয়েছে বাংলাদেশের বোলাররা।

মেহেদী হাসান মিরাজ এবং নাসুম আহমেদদের বোলিং তোপে ৩৫ ওভারেই ১০৮ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং শিবির। বল হাতে ৮ ওভারে মিরাজের শিকার ছিল ৫ উইকেট। এছাড়া এ সিরিজ দিয়ে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হওয়া নাসুম ১০ ওভার বল করে শিকার করেন ৩টি উইকেট। ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই ম্যাচসেরা হন নাসুম।

জয়ের জন্য মাত্র ১০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০.৪ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। ব্যাট হাতে অধিনায়ক তামিম ইকবাল ৫০ এবং লিটন দাস ৩২ রানে অপরাজিত ছিলেন। এছাড়া সাজঘরে ফেরা একমাত্র ব্যাটার নাজমুল হাসান শান্তর ব্যাট থেকে আসে ২০ রান।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

তাসকিনের বাদ পড়াটা দূর্ভাগ্যজনক বলছেন তামিম

তাসকিনের বাদ পড়াটা দূর্ভাগ্যজনক বলছেন তামিম

দাপুটে জয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ বাংলাদেশের 

দাপুটে জয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ বাংলাদেশের 

লিটনের পরিকল্পনাতেই ওপেনিংয়ে শান্ত!

লিটনের পরিকল্পনাতেই ওপেনিংয়ে শান্ত!

মেডেন ওভারের সংখ্যায় সাকিব-মাশরাফির পাশে নাসুম

মেডেন ওভারের সংখ্যায় সাকিব-মাশরাফির পাশে নাসুম