সৌদির রাষ্ট্রীয় অতিথি হিসেবে হজে গেলেন শোয়েব আখতার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ০৩ জুলাই ২০২২
সৌদির রাষ্ট্রীয় অতিথি হিসেবে হজে গেলেন শোয়েব আখতার

সৌদি আরবের রাষ্ট্রীয় অতিথি হিসেবে পবিত্র হজ পালন করতে গিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। টুইটারে দেওয়া এক বার্তায় বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এই তারকা।

টুইটারে দেওয়া নিজের হ্যান্ডেলে শোয়েব আখতার ইহরাম বাঁধা অবস্থায় একটি ছবি দিয়েছেন। আর সেই ছবিতের ক্যাপশনে সৌদির রাষ্ট্রীয় অতিথি হিসেবে হজ পালনের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

টুইটারের করা ওই টুইটে শোয়েব বলেন, “আলহামদুলিল্লাহ্! সৌদি আরবের রাষ্ট্রীয় অতিথি হিসেবে মর্যাদাপূর্ণ হজ পালন করতে যাচ্ছি।”

পবিত্র হজ পালনের পর মুসলিম বিশ্বের নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের সাথে হজ কনফারেন্সেও অংশ নিবেন শোয়েব আখতার। সৌদির রাষ্ট্রীয় অতিথি হিসেবে হজের সুযোগ পাওয়ায় সৌদি আরব ও পাকিস্তানের দূতাবাসকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

ক্রিকেট ক্যারিয়ারে ব্যাটারদের ত্রাস শোয়েব আখতার পাকিস্তানের হয়ে খেলেছেন ৪৬ টেস্ট, ১৬৩ ওয়ানডে ও ১৫ টি-টোয়েন্টি। এই সময়ে বল হাতে শিকার করেছেন ৪৪৪ উইকেট।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২০ নারী ক্রিকেটার

পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২০ নারী ক্রিকেটার

ফিফার নিষেধাজ্ঞামুক্ত হলো পাকিস্তান

ফিফার নিষেধাজ্ঞামুক্ত হলো পাকিস্তান

জুনিয়র পিএসএলে মেন্টরের দায়িত্বে আফ্রিদি-স্যামি-মালিক

জুনিয়র পিএসএলে মেন্টরের দায়িত্বে আফ্রিদি-স্যামি-মালিক

গাড়িতে অতিরিক্ত গতি তুলে জরিমানার কবলে শহীদ আফ্রিদি

গাড়িতে অতিরিক্ত গতি তুলে জরিমানার কবলে শহীদ আফ্রিদি