বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের (বিএসজেএ) সদস্যদের নিয়ে প্রতিবারের ন্যায় এবারও আয়োজিত হতে যাচ্ছে স্পোর্টস কার্নিভাল। ওয়ালটনের সহযোগিতায় আয়োজিত এ স্পোর্টস কার্নিভালের অফিসিয়াল নামকরণ করা হয়েছে ‘ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস কার্নিভাল-২০২২’। সপ্তাহব্যাপী এ ক্রীড়াযজ্ঞে মোট ৭টি ডিসিপ্লিনে সদস্যরা প্রতিযোগিতার মাঠে নামবেন।
মঙ্গলবার (২৮ জুন) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। জানানো হয়, টেবিল টেনিস, ক্যারম, দাবা, সাতাঁর, শ্যুাটিং, আরচ্যারি ও কলব্রিজ মোট ৭টি ডিসিপ্লিন নিয়ে অনুষ্ঠিত হবে বিএসজেএ স্পোর্টস কার্নিভাল ২০২২। বৃহস্পতিবার (৩০ জুন) টেবিল টেনিস ডিসিপ্লিন দিয়ে ‘ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস কার্নিভাল ২০২২’ এর উদ্বোধন হবে।
সপ্তাহব্যাপী গেমসের আরচ্যারি ও শ্যুাটিং অনুষ্ঠিত হবে হকি স্টেডিয়ামে এবং সাতাঁর অনুষ্ঠিত হবে আইভি রহমান সুইমিংপুলে। ক্যারম, দাবা ও কলব্রিজ অনুষ্ঠিত হবে বিএসজেএ’র নিজস্ব কার্যালয়ে। করোনার কারণে সকল ডিসিপ্লিনেই স্বাস্থ্য বিধি অনুসরণ করে পরিচালিত হবে।
টেবিল টেনিস ও ক্যারম ডিসিপ্লিনে একক ইভেন্টের পাশাপাশি থাকছে দ্বৈত ইভেন্ট। প্রতি ইভেন্টের চ্যাম্পিয়ন, রানার্সআপ ছাড়াও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে ট্রফি ও আর্থিক পুরস্কার। সকল ইভেন্টের স্কোরের ভিত্তিতে ‘ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস কার্নিভাল-২০২২ দ্য বেস্ট’ ট্রফি পুরস্কার দেওয়া হবে।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সকল খেলাধুলা ও সংস্থার সাথে জড়িত রয়েছে দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন। টানা দ্বিতীয় বারের মতো বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন ওয়ালটনের সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে ইনডোর গেমসের আয়োজন করেছে। এ জন্য বিএসজেএ’র পক্ষ থেকে ওয়ালটন গ্রুপ এবং বিশেষ করে ওয়ালটনের নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফ.এম. ইকবাল বিন আনোয়ারকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে বিএসজেএ।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের কনফারেন্স রুমে (তৃতীয় তলা) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অন্যান্যদের মাঝে ওয়ালটনের নির্বাহী পরিচালক এফ. এম. ইকবাল বিন আনোয়ার, বিএসজেএ সভাপতি এটি এম সাইদ্জ্জুামান, সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রায়হান আল মুঘনি-সহ সিনিয়র ক্রীড়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
স্পোর্টসমেইল২৪/আরএস