বিশ্বকাপ আর্চারিতে বাংলাদেশের দারুণ শুরু

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৪ পিএম, ২৩ জুন ২০২২
বিশ্বকাপ আর্চারিতে বাংলাদেশের দারুণ শুরু

ফ্রান্সে বিশ্বকাপ আর্চারিতে ভালো শুরু পেয়েছেন বাংলাদেশের আর্চাররা। পুরুষদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে এলিমিনেশন রাউন্ড পেরিয়েছেন বাংলাদেশের চার আর্চারের তিনজনই। নারী ব্যক্তিগত ইভেন্টেও এসেছে একই সাফল্য।

বুধবার (২২ জুন) প্যারিসের প্রতিযোগীতার দ্বিতীয় দিনে শেষ ৩২-এ উঠেছেন রোমান সানা, হাকিম আহমেদ রুবেল ও সাগর ইসলাম। তবে শেষ ৬৪ থেকেই বাদ পড়েছেন আব্দুর রহমান আলিফ।

রোমান সানা তার দক্ষিণ আফ্রিকান প্রতিপক্ষ রু ভিয়ানকে ৬-০ সেটে হারান। এছাড়াও ৬-৪ সেটে নিজ নিজ প্রতিযোগীদের হারান সাগর ইসলাম ও হাকিম আহমেদ রুবেল। তবে সুইডেনের খুয়াবারি কাইয়ের বিপক্ষে ৬-৪ সেটে হারেন আলিফ।

এর আগে কোয়ালিফিকেশন রাউন্ডে ৭২০ স্কোরের মধ্যে ৬৭০ করে ১২২ জনের মধ্যে ২৫তম হন রোমান। সাগর ৪৮তম, রুবেল ৫২তম ও আলিফ ৬৬তম র‍্যাঙ্কিং অর্জন করেন।

মেয়েদের রিকার্ভ ইভেন্টের র‍্যাঙ্কিং রাউন্ডে দিয়া সিদ্দিকী ৮১জনের মধ্যে হয়েছেন ৪৩তম। এছাড়াও নাসরিন আক্তার ৬৭তম ও ফাহমিদা সুলতানা নিশা ৭৬তম র‍্যাঙ্কিং অর্জন করেন।

রিকার্ভ পুরুষদের দলগত ইভেন্টে ২৮ দলের মধ্যে বাংলাদেশ ১৯৮৭ স্কোর করে হয়েছে ১৪তম। পুরুষ দলের হয়ে খেলেছেন রোমান, সাগর ও রুবেল। একই ইভেন্টে নারীদের ইভেন্টে ১৯তম হয়ে কোয়ালিফিকেশন রাউন্ডেই বাদ পড়েছে দিয়া, নাসরিন ও নিশাদের নিয়ে গড়া দল।

নারী দলগত ইভেন্টে দিয়া হতাশ করলেও মিশ্র ইভেন্টে সাফল্য এনে দিয়েছেন। মিশ্র ইভেন্টে রোমান সানার সাথে জুটি বেধে ১৩০২ স্কোর করে ২৮ দলের মধ্যে ১৪তম হয় দিয়া-রোমান জুটি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতকে হারিয়ে দলগত ইভেন্টে বাংলাদেশের স্বর্ণ জয়

ভারতকে হারিয়ে দলগত ইভেন্টে বাংলাদেশের স্বর্ণ জয়

দিয়া-নাসরিনের হাত ধরে বাংলাদেশের স্বর্ণ-রৌপ্য

দিয়া-নাসরিনের হাত ধরে বাংলাদেশের স্বর্ণ-রৌপ্য

পারলেন না রুবেল-দিয়া, রৌপ্য জয়ে সন্তুষ্ট

পারলেন না রুবেল-দিয়া, রৌপ্য জয়ে সন্তুষ্ট

স্বপ্ন দেখিয়ে বিদায় নিলেন রোমান সানা

স্বপ্ন দেখিয়ে বিদায় নিলেন রোমান সানা