সিলেটে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে বিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৪ পিএম, ১৯ জুন ২০২২
সিলেটে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে বিসিবি

ভয়াবহ রূপ নিয়েছে সিলেটে বন্যা পরিস্থিতি। আষাঢের এ বন্যায় বসতবাড়ি ছাড়াও ডুবে গেছে রাস্তা। ফলে সড়ক ও রেলপথের পাশাপাশি বন্ধ হয়ে গেছে সিলেট বিমানবন্দরে বিমান উঠা-নামাও। বিপর্যস্ত সিলেটে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। ভয়াবহ এ দুঃসময়ে সিলেটের বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সব সময় ছিল, এবারও এটার ব্যতিক্রম হবে না। বোর্ড সভাপতি ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন।

রোববার (১৯ জুন) মিরপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নিজামউদ্দিন বলেন, “সব সময় আমাদের চেষ্টা থাকে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার। এবারও এটার ব্যতিক্রম হবে না বলে আমি মনে করি। বোর্ড সভাপতি (নাজমুল হাসান পাপন) মহোদয় ইতিমধ্যে আমাদের নির্দেশনা দিয়েছেন যে, কিভাবে কী কাজ করলে তাদের (বন্যার্তদের) পাশে থাকা যাবে, সেভাবে দেখতে বলেছেন। আমরা সেটা নিয়ে কাজ করছি।”

সিলেটে বন্যার্তদের সাহায্যের বিষয়টি বিসিবির পরিচালক এবং নারী বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেলকে দায়িত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‍“আমাদের যে সংশ্লিষ্ট বোর্ড পরিচালক আছেন, তার সাথে আমাদের কথা হয়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে উনি যোগাযোগ করছেন, কিভাবে আমরা অংশ নিতে পারি। আশা করি, খুব শিগগির আপনারা কিছু একটা দেখতে পারবেন।”

ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকা এবাদত হোসেন, খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, নাসুম আহমেদ ছাড়া জাতীয় দলের আরও বেশ কয়েকজন ক্রিকেটারের পরিবার সিলেটে বসবাস করেন। এসব ক্রিকেটারের পরিবার নিয়েও বিসিবির বাড়তি ভাবনা রয়েছে বলে জানান নিজামউদ্দিন সুজন।

তিনি বলেন, “তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে বোর্ড। সংশ্লিষ্ট বোর্ড পরিচালক তাদের সঙ্গে যোগাযোগ করছেন। আমাদের অন্যান্য যে বিষয়গুলো, ইফেক্টের পর যেসব বিষয় আসবে সেসব বিষয় নিয়ে আমরা চিন্তা-ভাবনা করছি। যে কিভাবে তাদের পাশে থাকা যায়। আমাদের বোর্ড পরিচালক আছেন, নাদেল চৌধুরী। তার সাথে আমাদের কথা হয়েছে, বোর্ড সভাপতি মহোদয় এ ব্যাপারে নির্দেশনা দিয়েছেন।”

তিনি আরও বলেন, “এটা শুধু জাতীয় দলের সঙ্গে যারা আছেন তারা নয়, ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকবার তাদের পাশে থাকার চেষ্টা করি। এবারও অবশ্যই বোর্ড পাশে থাকবে।”

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

বাজেটে ক্রীড়া মন্ত্রণালয়ে বরাদ্দ বাড়ছে ‘১৭ কোটি’ টাকা

বাজেটে ক্রীড়া মন্ত্রণালয়ে বরাদ্দ বাড়ছে ‘১৭ কোটি’ টাকা

চার বছরের প্রেম, এবার বিয়ে করলেন দেশের দুই অ্যাথলেট

চার বছরের প্রেম, এবার বিয়ে করলেন দেশের দুই অ্যাথলেট

আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির স্বীকৃতি পেয়েছে ‘এনপিসি বাংলাদেশ’

আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির স্বীকৃতি পেয়েছে ‘এনপিসি বাংলাদেশ’

ইংল্যান্ডের জার্সি গায়ে লর্ডসের মাঠে ‘বাংলাদেশ’র রবিন

ইংল্যান্ডের জার্সি গায়ে লর্ডসের মাঠে ‘বাংলাদেশ’র রবিন