ইংল্যান্ড পেসার স্টুয়ার্ট ব্রডের যৌথ মালিকানাধীন নটিংহ্যামস্থ পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ব্রডের সাথে যৌথ মালিকানায় আছেন নটিংহামের পেসার হ্যারি গার্নি।
শনিবার (১১ জুন) স্থানীয় সময় দিনগত রাত ৩টা ২০ মিনিটে মেল্টন মওব্রের ও নটিংহামের মাঝামাঝি অবস্থায় অবস্থিত ট্যাপ এন্ড রান কাউন্ট্রি পানশালায় আগুন লাগে। ভয়াবহ অগ্নিকাণ্ডে ভবনটির প্রথম ফ্লোর ও ছাদ পুড়ে গেছে।
আগুন এতটাই শক্তিশালী ছিল যে, আশেপাশে অবস্থিত বাসিন্দারা তাদের দরজা ও জানালা বন্ধ করে রাখেন। পরে আটটি দমকল গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পানশালার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, পানশালাটি এখন থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।
বয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও রাত শেষে সকালে ঘুম থেকে উঠার পর জানতে পেরেছেন ব্রড। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি এক বিবৃতি দেন।
বিবৃতিতে ব্রড লিখেন, ‘আজ (রোববার) সকালের খবর বিশ্বাস হচ্ছিল না, এখনও বিশ্বাস হচ্ছে না। আমাদের চমৎকার পানশালায় ভোরের দিকে অগ্নিকাণ্ড ঘটেছে। ভালো যে কেউ আহত হননি। নটিংহ্যামশায়ারের দমকলকর্মীরা দ্রুত তৎপর হওয়ায় ধন্যবাদ এবং গ্রামবাসীদের প্রতি কৃতজ্ঞ সমর্থনের জন্য।’
নটিংহামেই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলছেন ব্রড। ম্যাচের প্রথম ইনিংসে বল হাতে ১০৭ রানে ২ উইকেট নিয়েছেন তিনি। লর্ডসে প্রথম টেস্টে ৪ উইকেট নিয়েছিলেন ব্রড। ওই টেস্ট ৫ উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড।
স্পোর্টসমেইল২৪/আরএস