৭০ দশকের দাপটে টাইগার পেসার সাজু আর নেই, বিসিবির শোক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০১ পিএম, ১১ জুন ২০২২
৭০ দশকের দাপটে টাইগার পেসার সাজু আর নেই, বিসিবির শোক

বাংলাদেশের সাবেক পেস বোলার মাহমুদুল হাসান সাজু মারা গেছেন। দীর্ঘদিন মরণব্যাধী ক্যান্সারের সঙ্গে লড়াই করে শনিবার (১১ জুন) বিকেলে রাজধানীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

৭০ দশকের নামকরা পেস বোলার ছিলেন মাহমুদুল হাসান সাজু। খেলোয়াড়ী জীবনে ঢাকা লিগের অন্যতম সেরা পারফরমার ছিলেন তিনি। মোহামেডানের উদ্বোধনী বোলার হিসেবে খেলেছেন দাপটের সঙ্গে। ৬ ফুটেরও বেশি লম্বা সুঠামদেহী সাজুকে তার সতীর্থরা ডাকতেন ‘গাব্বার সিং’ বলে।

সত্তর থেকে আশির দশকের শুরু দিকে বল হাতে দাপট দেখিয়েছেন মাহমুদুল হাসান সাজু। খেলোয়াড় ছাড়াও বিপিএল ফিক্সিং নিয়ে আকসুর তদন্তের পর অভিযুক্তদের বিচার কাজের প্রক্রিয়ায় শৃঙ্খলা বিষয়ক প্যানেলের সদস্য ছিলেন সাবেক এ ক্রিকেটার। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বোর্ড থেকে পাঠানো এক শোক বার্তায় বিসিবি জানায়, সাবেক ক্রিকেটার মাহমুদুল হাসান সাজুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৭০-এর দশকের জনপ্রিয় পেস বোলার সাজু আজ (শনিবার) ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিসিবি মরহুমের পরিবারের প্রতি সমবেদনা ও সমবেদনা জানিয়েছে।

বোর্ড থেকে আরও জানানো হয়, মাহমুদুল হাসান সাজু তার সময়ের একজন সুপরিচিত মিডিয়াম পেসার ছিলেন এবং ঢাকা লিগে মোহামেডান স্পোর্টিং এবং ইয়াং পেগাসাসের মতো নামকরা ক্লাবে অংশগ্রহণ করে নিজের নাম তৈরি করেছিলেন। ঘরোয়া ক্রিকেট পুনর্গঠনের জন্য ২০০৭ সালে গঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশেষ কমিটির অন্যতম সদস্য ছিলেন তিনি।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

টি-টোয়েন্টির ভবিষ্যৎ নিয়ে মিডিয়ায় বিভ্রান্তি ছড়াচ্ছে: তামিম

টি-টোয়েন্টির ভবিষ্যৎ নিয়ে মিডিয়ায় বিভ্রান্তি ছড়াচ্ছে: তামিম

শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়াম: কমিটি গঠন, দ্রুতই সিদ্ধান্ত

শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়াম: কমিটি গঠন, দ্রুতই সিদ্ধান্ত

মেয়াদ বাড়লো নির্বাচক প্যানেলের, যুক্ত হচ্ছেন আরও দু’জন

মেয়াদ বাড়লো নির্বাচক প্যানেলের, যুক্ত হচ্ছেন আরও দু’জন

তৃতীয়বারের মতো টেস্ট অধিনায়ক সাকিব, সহকারী লিটন

তৃতীয়বারের মতো টেস্ট অধিনায়ক সাকিব, সহকারী লিটন