আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির স্বীকৃতি পেয়েছে ‘এনপিসি বাংলাদেশ’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ০৯ জুন ২০২২
আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির স্বীকৃতি পেয়েছে ‘এনপিসি বাংলাদেশ’

আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি (আইপিসি) কর্তৃক প্রাথমিক স্বীকৃতি পেল দেশের প্রতিবন্ধীদের ক্রীড়া কার্যক্রমের জন্য সর্বোচ্চ সংগঠন ‘ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ’ (এনপিসি বাংলাদেশ)। স্বীকৃতিস্বরুপ সদস্যপদ পাওয়ায় বাংলাদেশের প্রতিবন্ধী ক্রীড়াবিদরা এখন থেকে আইপিসি কর্তৃক আয়োজিত সবধরনের খেলা ও ইভেন্টে অংশগ্রহণের সুযোগ পাবেন।

২০১২ সাল থেকে গত ১০ বছর যাবত আইনি জটিলতার কারণে এনপিসি বাংলাদেশকে আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি কর্তৃক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আইপিসি’র সাথে যোগাযোগ করেন এবং কমিটি গঠনসহ বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন।

এনপিসি বাংলাদেশের আন্তর্জাতিক এ স্বীকৃতি অর্জনে অসামান্য অবদান রাখায় এনপিসি বাংলাদেশের পক্ষে এনপিসি বাংলাদেশের মহাসচিব ইঞ্জিনিয়ার মো. মাকসুদুর রহমান বৃহস্পতিবার (৯ জুন) সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় প্রতিমন্ত্রীর হাতে আইপিসি’র আনুষ্ঠানিক স্বীকৃতিপত্র তুলে দেওয়া হয়।
sportsmail24

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রতিবন্ধী খেলোয়াড়দের জন্য নিঃসন্দেহে এটি অত্যন্ত আনন্দের সংবাদ। এখন থেকে প্রতিবন্ধিদের প্যারাঅলিম্পিক-সহ বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণের সকল বাধা দূর হলো।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন উপস্থিত ছিলেন।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

বিএসপিএ’র বর্ষসেরা ক্রীড়াবিদ মিরাজ

বিএসপিএ’র বর্ষসেরা ক্রীড়াবিদ মিরাজ

ইংল্যান্ডের জার্সি গায়ে লর্ডসের মাঠে ‘বাংলাদেশ’র রবিন

ইংল্যান্ডের জার্সি গায়ে লর্ডসের মাঠে ‘বাংলাদেশ’র রবিন

পদ্মা সেতুর জন্য প্রধানমন্ত্রী রাজনীতির ঊর্ধ্বে ধন্যবাদ প্রাপ্য: মাশরাফি

পদ্মা সেতুর জন্য প্রধানমন্ত্রী রাজনীতির ঊর্ধ্বে ধন্যবাদ প্রাপ্য: মাশরাফি

নারী ক্রীড়া সংস্থাকে ১০ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী

নারী ক্রীড়া সংস্থাকে ১০ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী