বিএসপিএ’র বর্ষসেরা ক্রীড়াবিদ মিরাজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ০৩ জুন ২০২২
বিএসপিএ’র বর্ষসেরা ক্রীড়াবিদ মিরাজ

ক্রীড়া সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন-বিএসপিএ’র ২০২১ সালে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার পেয়েছেন অলরাউন্ডার ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। বছর জুড়ে ব্যাট-বলে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে মিরাজকে এ পুরস্কারে মনোনিত করা হয়েছে।

শুক্রবার (৩ জুন) রাজধানীর এক হোটেলে ২০২১ সালের সেরাদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। নিরপেক্ষ জুরি বোর্ডের বিচারে তপু বর্মন এবং আরচার দিয়া সিদ্দিকীকে পিছনে ফেলে এ পুরস্কার জিতে নেন মিরাজ। তবে দর্শক ভোটে পপুলার চয়েজ অ্যাওয়ার্ডে বছরের সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ফুটবলার তপু বর্মন।

২০২১ সালে মিরাজ ৭টি টেস্টে ১২ ইনিংস খেলেছিলেন। এতে বোলিং করে নিয়েছেন ২৫ উইকেট। এর মাঝে এক ইনিংসে নিয়েছিলেন ৫ উইকেট। টেস্টে প্রথম শতকের দেখা পেয়েছেন এবং ১২ ইনিংসে রান করেন ৩১৯, এর মধ্যে একটি অর্ধশতকের ইনিংসও আছে। এছাড়া ১১ ওয়ানডে ম্যাচে ১৫ উইকেট পেয়েছে মিরাজ। দেশের মাটিতে জয় করা দুই ওয়ানডে সিরিজে দারুণ সফল ছিলেন তিনি।

১৬ বিভাগে মোট ১৯ জন ক্রীড়াবিদ ও সংগঠক পুরস্কার পেয়েছেন। এক নজরে পুরস্কার দেখে নিন পুরস্কার প্রাপ্তদের তালিকা-

বর্ষসেরা ক্রীড়াবিদ : মেহেদী হাসান মিরাজ (ক্রিকেট)
পপুলার চয়েজ অ্যাওয়ার্ড : তপু বর্মন (ফুটবল)
বর্ষসেরা ক্রিকেটার ২০২১ : মেহেদী হাসান মিরাজ
বর্ষসেরা ফুটবলার ২০২১ : তপু বর্মন

বর্ষসেরা হকি খেলোয়াড় ২০২১ : সোহানুর রহমান সবুজ
বর্ষসেরা আর্চার ২০২১ : দিয়া সিদ্দিকী
বর্ষসেরা বডি বিল্ডার : মাকসুদা আক্তার মৌ
বর্ষসেরা কোচ : অস্কার ব্রুজন (বসুন্ধরা কিংস)

বর্ষসেরা সাইক্লিস্ট : ফয়সাল হোসেন
বর্ষসেরা নারী ক্রিকেটার : শারমিন আক্তার সুপ্তা
উদীয়মান ক্রীড়াবিদ : রিতু আক্তার (অ্যাথলেটিক্স), শরিফুল ইসলাম (ক্রিকেট), আলী কাদের হক (জিমন্যাস্টিকস)
তৃণমূলের ক্রীড়াব্যক্তিত্ব ২০২১ : আকবর আলী (ফুটবল কোচ, সাতক্ষীরা), আমিরুজ্জামান আমির বাবু (ক্রিকেট সংগঠক, মাদারীপুর)

বিশেষ সম্মাননা : আবদুল গাফফার (সাবেক ফুটবলার ও সংগঠক)
বর্ষসেরা সংগঠক: সৈয়দ শাহেদ রেজা (মহাসচিব, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন)
সেরা সংগঠন : দাবা ফেডারেশন
বর্ষসেরা পৃষ্ঠপোষক : আমরা নেটওয়ার্ক লিমিটেড।

স্পোর্টসমেইল২৪/আরএস


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

দলের অবস্থা অনুযায়ী সাকিব ভাই বেস্ট: মিরাজ

দলের অবস্থা অনুযায়ী সাকিব ভাই বেস্ট: মিরাজ

বাংলাদেশের স্বপ্ন এখন এশিয়া কাপ, বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া: মিরাজ

বাংলাদেশের স্বপ্ন এখন এশিয়া কাপ, বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া: মিরাজ

ব্যয়বহুল ট্রান্সফার: ব্যর্থ দশ ফুটবলার

ব্যয়বহুল ট্রান্সফার: ব্যর্থ দশ ফুটবলার

খরচ কমানোর নীতিতে বিসিবি

খরচ কমানোর নীতিতে বিসিবি