সবশেষ এশিয়ান গেমসের হকি ডিসিপ্লিনের বাছাইয়ে বাংলাদেশকে ৬-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল ওমান। সেই হারতের ক্ষত নিয়েই এশিয়া কাপ হকিতে আরেকবার ওমানের মুখোমুখি হলো বাংলাদেশ। তবে এবার আর সুযোগ পেলো না ওমান। তাদেরকে ২-১ গোলে হারিয়ে মধুর প্রতিশোধ নিয়েছে টাইগাররা।
দিন দশেক আগের হতাশার স্মৃতি নিয়েই মঙ্গলবার (২৪ মে) পুল ‘বি’-এর ম্যাচে ইন্দোনেশিয়ার জাকার্তায় জেবিকে ফিল্ড টার্ফে নেমেছিল বাংলাদেশ। তাতে আশরাফুল ইসলাম ও রকিবুল হাসানের গোলে জয় নিয়েই মাঠ ছেড়েছে সারোওয়ার-আশরাফুলরা।
ম্যাচের প্রথম কোয়ার্টারেই গোল পেয়ে যায় বাংলাদেশ। ষষ্ঠ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন আশরাফুল। গোল খেয়ে শোধ করতে মরিয়া হয়ে ওঠে ওমান। দ্বিতীয় কোয়ার্টারেই দুর্দান্ত এক গোলে সমতায় ফেরে তারা।
সমতায় ফেরার পর দুই দলই একের পর এক আক্রমণ করতে থাকে। তাতে ভাগ্য কথা বললো বাংলাদেশের হয়ে। ম্যাচের ৪০তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন রাকিবুল। এগিয়ে যাওয়ার পর বাংলাদেশ নিজেদের রক্ষণভাগ সুরক্ষিত করে খেলতে থাকে।
নির্ধারিত সময়ে কোনো দল আর গোল না পাওয়ায় ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হেরে আসর শুরু করেছিল বাংলাদেশ। ওমানের বিপক্ষে জয়ে বেঁচে রইলো সেমিফাইনাল খেলার আশা।
পুল পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এ মুহূর্তে দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে গোবিনাথান ইমানের দল। এজন্য শেষ ম্যাচে জয়ের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলোর দিকেও।
এশিয়া কাপের সবশেষ আসরে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। ২০১৭ সালে নিজেদের মাটিতে অনুষ্ঠিত সেবারের আসরে সেমি-ফাইনালে চীনের সঙ্গে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে উঠেছিল বাংলাদেশ। জাপানের কাছে ৪-০ গোলে হেরে হয়েছিল ৬ষ্ঠ।
স্পোর্টসমেইল২৪/এএইচবি