৩৩ বছর বয়সেও পূর্ণ উদ্যমে নিয়ে খেলে যাচ্ছেন রিয়াল তারকা পুর্তগিজ ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদো। গোলের রেকর্ড গড়ে ইতোমধ্যে হয়েছেন রিয়াল মাদ্রিদের সর্বকালের সেরা গোলদাতা। কিন্তু ফুটবল ছাড়ার পর কী করবেন তিনি? -এমন প্রশ্ন সকল ফুটবলবোদ্ধাদের মনে। তবে সে উত্তর রোনালদো নিজেই জানালেন।
তিনি জানান, ৪১ বছর বয়সে ফুটবল থেকে অবসরে যাবেন। পরিশ্রম করে আরো সফল ফুটবল হওয়াই তার লক্ষ্য। কিন্তু সুঠাম দেহের অধিকারী রোনালদো অভিনয়টাও যে ভালো পারবেন সেটা ভালোই অনুধাবন করেছেন। বলেন, খেলে ছাড়ার পর অভিনয় করবেন।
স্প্যানিশ টিভি চ্যানেল এল শিরিঙ্গুইতো টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলে, ‘ফুটবলের পর আমি অভিনয়ে যেতে চাই। এটা নিয়ে আমার চর্চা রয়েছে। আমি অনেক বিজ্ঞাপনেও অভিনয় করেছি। আমি নায়ক হতে চাই না কারণ এটা নিয়ে আমার তেমন প্রশিক্ষণ নেই। ৪২ বছর বয়সে আপনাকে কেউ ছবির মূল চরিত্র দিবে না কিন্তু অন্য কোন চরিত্রে আমি অভিনয় করতেই পারি। আমার ভেতর অভিনেতা হওয়ার সবকিছুই রয়েছে।’
এ সময় নিজের গোল উদযাপন নিয়েও কথা বলেন তিনি। বার্সেলোনার বিপক্ষে ম্যাচ জিতে জার্সি খুলে তার গোল উদযাপন এখনো আলোচনার কেন্দ্রবিন্দুতে। ‘আমার জার্সি খুলে গোল উদযাপন? মেয়েরা এটাই পছন্দ করে। আমার বান্ধবী বলেছে আমাকে, ‘আমি খুব আবেদনময়ী।’