৩৪ বছর আগে পাঞ্জাবের পাতিয়ালায় গুররাম সিং নামে এক ব্যক্তির সাথে হাতাহাতিতে জড়িয়েছিলেন সাবেক ভারতীয় ক্রিকেটার নভোজিৎ সিং সিধু। হাতাহাতির ঘটনার পরই গুররাম সিংয়ের মৃত্যু হলে নভোজিৎ সিং সিধুর বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। সেই মামলার রায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভারতীয় আদালত।
১৯৮৮ সালে পাঞ্জাবের পাতিয়ালায় গুররাম সিং নামে ৬৫ বছর বয়সী এক লোকের সাথে হাতাহাতিতে জড়িয়েছিলেন নভোজিৎ সিং সিধু। সেই ঘটনার কয়েকদিনের মধ্যেই গুররাম সিংয়ের মৃত্যু হয়। এরপরেই সিধুর বিরুদ্ধে মামলা করে গুররাম সিংয়ের পরিবার।
২০০৬ সালে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট হত্যার অপরাধে নভোজিৎ সিং সিধুকে তিন বছরের কারাদণ্ড দেয়। তবে আপিলের পর ২০১৮ সালে রায় যায় সিধুর পক্ষে। তিন বছরের সাজা কমে আসে ১ হাজার রুপি জরিমানায়।
কিন্তু ২০১৮ সালের দেওয়া এই রায় পর্যালোচনা করে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভারতীয় সুপ্রিম কোর্ট। এছাড়াও তাকে দিতে জরিমানা। বৃহস্পতিবার (১৯ মে) ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারপতি এ এম খান উইলকার এবং সঞ্জয় কিষানের বেঞ্চ এই রায় দেন।
ভারতীয় সুপ্রিম কোর্টের দেওয়া এই রায়ের রিভিউ আবেদন করতে পারবেন নভোজিৎ সিং সিধু। তবে রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করবেন কি-না তা এখনো জানানি তিনি।
এছাড়াও রায়ের পর এক টুইট বার্তায় সিধু জানিয়েছে তিনি আত্মসমার্পণ করবেন। তিনি টুইটারে লিখেছেন, “আমি আদালতে আত্মসমাপর্ণ করবো।”
Will submit to the majesty of law ….
— Navjot Singh Sidhu (@sherryontopp) May 19, 2022
ভারতীয় দলের হয়ে ৫১ টেস্ট এবং ১৩৬ ওয়ানডে খেলেছেন এই ক্রিকেটার। এই সময় আন্তর্জাতিক ক্রিকেটে ৭ হাজার ৬১৫ রান করেছেন তিনি। ক্রিকেটকে বিদায় জানিয়ে ভারতীয় কংগ্রেসের রাজনীতিতে জড়িয়েছেন নভোজিৎ সিং সিধু।
স্পোর্টসমেইল২৪/পিপিআর