আর্চারিতে ভারতের কাছে হেরে রৌপ্য পদক পেল বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২২ পিএম, ১০ মে ২০২২
আর্চারিতে ভারতের কাছে হেরে রৌপ্য পদক পেল বাংলাদেশ

এশিয়া কাপ আর্চারিতে দলগত কম্পাউন্ড ইভেন্টের ফাইনালে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ। স্বর্ণপদকের লড়াইয়ে হেরে রৌপ্য নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে বাংলাদেশের আর্চারদের। তবে বুধবার (১১ মে) তিনটি স্বর্ণপদক জয়ের সুযোগ আছে বাংলাদেশের সামনে।

মঙ্গলবার (১০ মে) এশিয়া কাপ আর্চারিতে কম্পাউন্ড ইভেন্টের দলগত ফাইনালে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। কম্পাউন্ড ইভেন্টে বাংলাদেশের হয়ে মাঠে নামেন মোহাম্মদ আশিকুজ্জামান, নেওয়াজ আহমেদ রাকিব ও মিঠু রহমান।

ফাইনালে ভারতের বিপক্ষে সামান্যতম প্রতিদ্বন্দ্বীতাও গড়ে তুলতে পারেনি বাংলাদেশ দল। ভারতের কাছে ২২৪-২১৮ স্কোরে হেরে যায় লাল সবুজের প্রতিনিধিরা। এ কারণেই বাংলাদেশকে সন্তুষ্ট থাকতে হয় রৌপ্য পদক নিয়ে।

স্বর্ণপদক জয়ের ব্যর্থতার দিনে তিনটি ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশের আর্চাররা। নারীদের দলগত কম্পাউন্ড ইভেন্টে ব্রোঞ্জের লড়াইয়ে নেমেছিলেন শ্যামলী রায়, বন্যা আক্তার এবং সুমা বিশ্বাস। স্বাগতিক ইরাকের বিপক্ষে ১৯০-১৭৭ স্কোরে জিতে ব্রোঞ্জ পদক নিশ্চিত করে।

এছাড়াও মিশ্র দলগত ইভেন্টেও ব্রোঞ্জ পায় বাংলাদেশ। এ ম্যাচেও স্বাগতিক ইরাকের বিরুদ্ধে জয় পায় মোহাম্মদ আশিকুজ্জামান এবং শ্যামলী রায়কে নিয়ে গড়া বাংলাদেশ দল।

দিনের চতুর্থ পদকটি আসে শ্যামলী রায়ের হাত ধরে। অবশ্য এই ইভেন্টের পদক বাংলাদেশের ঘরেই আসবে তা নিশ্চিতই ছিল। কারণ ব্রোঞ্জের লড়াইয়ে মুখোমুখি হয়েছিল দুই বাংলাদেশি আর্চার শ্যামলী রায় এবং সুমা বিশ্বাস।

বুধবার রিকার্ভ ইভেন্টের তিনটি ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ। ইভেন্টগুলো হলো- রিকার্ভ নারী দলগত, রিকার্ভ পুরুষ দলগত এবং রিকার্ভ পুরুষ একক। সবগুলোতেই স্বর্ণ জয়ের সম্ভাবনা নিয়েই খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

এশিয়া কাপ আর্চারির পুরুষ ইভেন্টে ফাইনালে বাংলাদেশ

এশিয়া কাপ আর্চারির পুরুষ ইভেন্টে ফাইনালে বাংলাদেশ

ভারতকে হারিয়ে দলগত ইভেন্টে বাংলাদেশের স্বর্ণ জয়

ভারতকে হারিয়ে দলগত ইভেন্টে বাংলাদেশের স্বর্ণ জয়

দিয়া-নাসরিনের হাত ধরে বাংলাদেশের স্বর্ণ-রৌপ্য

দিয়া-নাসরিনের হাত ধরে বাংলাদেশের স্বর্ণ-রৌপ্য

পারলেন না রুবেল-দিয়া, রৌপ্য জয়ে সন্তুষ্ট

পারলেন না রুবেল-দিয়া, রৌপ্য জয়ে সন্তুষ্ট