এশিয়া কাপ আর্চারির পুরুষ ইভেন্টে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২১ পিএম, ০৯ মে ২০২২
এশিয়া কাপ আর্চারির পুরুষ ইভেন্টে ফাইনালে বাংলাদেশ

হাড্ডাহাড্ডি লড়াইয়ে এশিয়া কাপ আর্চারিতে ছেলেদের ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। স্বর্ণ পদকে লড়াইয়ে উঠার পথে উজবেকিস্তানের প্রতিযোগী আমির খান সাদিকভকে হারিয়েছেন দেশসেরা আর্চার রোমান সানা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো সুযোগ না দিয়েই ফাইনাল নিশ্চিত করেন দেশসেরা আর্চার।

ইরাকের সুলায়মানিয়াহতে বসেছে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং (স্টেজ-২) টুর্নামেন্ট। সোমবার (৯ মে) উজবেকিস্তানের আমির খান সাদিকভকে ৬-০ সেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন রোমান সানা।

সম্প্রতি খুব একটা ভালো ছন্দে ছিলেন না রোমান সানা। এশিয়া কাপের মঞ্চেই নিজেকে আবারও প্রমাণ করছেন দেশসেরা এ তীরন্দাজ। নিজের প্রিয় ইভেন্টে প্রতিপক্ষকে কোনো সুযোগের অপেক্ষায় না রেখেই ফাইনাল নিশ্চিত করলেন তিনি।

এর আগে সেমি-ফাইনালে উজবেক প্রতিযোগীকে হারালেও কোয়ার্টার ফাইনালে হারিয়েছিলেন স্বদেশি প্রতিপক্ষ হাকিম আহমেদ রুবেলকে। তার বিরুদ্ধে ৬-২ সেটে ম্যাচ জিতে নিলেন রোমান সানা।

sportsmail24

বুধবার (১১ মে) ফাইনালে মাঠে নামবেন রোমান সানা। স্বর্ণপদকের লড়াইয়ে মাঠে রোমান প্রতিপক্ষ হিসেবে থাকছেন ভারতীয় মৃণাল চৌহান।

ব্যক্তিগত ইভেন্ট ছাড়াও দলীয় সাফল্যও পেয়েছেন রোমান সানা। এর আগে দলীয় ইভেন্টে হাকিম আহমেদ রুবেল, আবদূর রহমান আলিফকে সাথে নিয়ে রিকার্ভ দলগত ফাইনালে উঠেছেন রোমান সানা।

নারীদের দলগত রিকার্ভ ইভেন্টের ফাইনালেও উঠেছে বাংলাদেশ। নারীদের দলগত ইভেন্টের ফাইনালে খেলবেন দিয়া সিদ্দিকী, নাসরিন আকতার এবং বিউটি রায়।

রিকার্ভ ছাড়াও কম্পাউন্ড ইভেন্টের ফাইনাল খেলবে বাংলাদেশ। আশিকুজ্জামান, মিঠু রহমান ও নওয়াজ আহমেদ ফাইনাল নিশ্চিত করেছেন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতকে হারিয়ে দলগত ইভেন্টে বাংলাদেশের স্বর্ণ জয়

ভারতকে হারিয়ে দলগত ইভেন্টে বাংলাদেশের স্বর্ণ জয়

দিয়া-নাসরিনের হাত ধরে বাংলাদেশের স্বর্ণ-রৌপ্য

দিয়া-নাসরিনের হাত ধরে বাংলাদেশের স্বর্ণ-রৌপ্য

পারলেন না রুবেল-দিয়া, রৌপ্য জয়ে সন্তুষ্ট

পারলেন না রুবেল-দিয়া, রৌপ্য জয়ে সন্তুষ্ট

‘আত্মবিশ্বাস এবং পরিশ্রমের ফল এ পদক’

‘আত্মবিশ্বাস এবং পরিশ্রমের ফল এ পদক’