দুর্ঘটনার শিকার হয়েছেন বাংলাদেশের দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নিজ বাসায় কাচের আঘাত পেয়ে পা কেটেছে তার। চোট গুরুতর হওয়ায় নিতে হয়েছে হাসপাতালে। আর সেখানেই দিতে হয়েছে ২৭ টি সেলাই।
নিজ বাসায় পায়ে আঘাত পাওয়ার পর দ্রুতই রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয় মাশরাফিকে। সেখানেই তার পায়ে ২৭ টি সেলাই দেওয়া হয়েছে। এই বিষয়টি নিশ্চিত করেছে তার পারিবারিক সূত্র।
শনিবার (৭ মে) রাজধানীতে নিজ বাসভবনে পরিবারের সাথে সময় কাটানোর সময় এই দুর্ঘটনা ঘটে। সেখানে অসাবধনতাবশত শোকেসের কাচ ভেঙে তার পায়ে পড়ে। আর এরপরে চোট গুরুতর হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।
চোট-আঘাত মাশরাফির জন্য নতুন কিছু নয়। সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও চোটকে সঙ্গী করে খেলেছিলেন মাশরাফি বিন মর্তুজা। এবার তার সঙ্গী হলো পায়ের এই চোট।
এর আগে হাটুর ইনজুরির কারণে বেশ কয়েক দফা মাঠের বাইরে কাটাতে হয়েছে এই পেসারকে। সাতবার হাটুতে করাতে হয়েছিল অস্ত্রোপচার। এখন অবশ্য দীর্ঘদিন ধরেই অস্ত্রোপচারের টেবিল থেকে দূরে আছেন তিনি।
প্রায় আড়াই বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা মাশরাফি জাতীয় দলের হয়ে খেলেছেন ৩৬ টেস্ট, ২২০ ওয়ানডে এবং ৫৪ টি-টোয়েন্টি। এই সময়ে তিনি শিকার করেছেন যথাক্রমে ৭৮,২৭০ এবং ৪২ উইকেট।
স্পোর্টসমেইল২৪/পিপিআর