মহান মে দিবস (১ মে) বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদের শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। একই সাথে ক্রিকেট মাঠের ‘মাঠকর্মীদের’ অবদানকে বিশেষ ছবি দিয়ে স্মরণ করেছেন তিনি।
রোববার (১ মে) মে দিবস উপলক্ষে ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে ক্রিকেট মাঠে কাজ করতে থাকা মাঠকর্মীদের একটি স্কেচ করা ছবি আপলোড করেছেন সাকিব। সেখানে মাঠকর্মীসহ পৃথিবীর সকল কর্মজীবী মানুষদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সাকিব।
সাকিব লিখেন, ‘অক্লান্ত পরিশ্রমে আমাদের মাঠকর্মীরা নিশ্চিত করেন মাঠের প্রস্তুতি ও অন্যান্য সকল সুযোগ-সুবিধা। যার ফলে, আমরা খেলতে পারি কোন প্রকার চিন্তা ছাড়াই। আন্তর্জাতিক শ্রমিক দিবসে মাঠকর্মীসহ পৃথিবীর সকল কর্মজীবী মানুষের জন্য থাকলো শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।’
ক্রিকেট মাঠ কর্মীদের শুধু শ্রদ্ধা জানিয়েই ক্ষান্ত হননি সাকিব আল হাসান। দুই আগে ঈদ উপলক্ষে মাঠকর্মীদের ১০ লাখ টাকা বোনার দিয়েছেন তিনি।
এদিকে, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন, মহান মে দিবস (১ মে) পালিত হয়েছে। শ্রমিক-মালিক সুসম্পর্ক নীতি আদর্শ বজায় রেখে বাংলাদেশের কলকারখানায় উৎপাদন ব্যবস্থা অব্যাহত রাখার অঙ্গিকার করে রাজধানীতে বিভিন্ন শ্রমিক সংগঠন নানা কর্মসূচি পালন করেছে।
এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘শ্রমিক-মালিক একতা, উন্নয়নের নিশ্চয়তা’। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা বাংলাদেশসহ বিশ্বের শ্রমজীবী মানুষদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।
১৮৮৬ সালের ১ মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। এ দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওই দিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল।
স্পোর্টসমেইল২৪/আরএস